বিশেষ প্রতিনিধিঃ
গতকাল বনানী ক্লাবের মেহফিলে অনুষ্ঠিত হলো এক ভিন্ন ধরনের আড্ডার অনুষ্ঠান।
অনুষ্ঠানের শিরোনাম ছিল এটিভি ইউ এস এ পরিবারের আকাশ রহমান ও এশা রহমান সহ বন্ধুদের আড্ডা।
বন্ধুদের আড্ডার এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিশিষ্ট টক শো ব্যক্তিত্ব আবু হেনা রাজ্জাকী।
আয়োজক ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব রাশিদ আহমেদ।
আড্ডায় উপস্থিত ছিলেন এটিভি ইউ, এস, এ’র কর্নধার আকাশ রহমান ও এশা রহমান। সাথে ছিলেন কন্ঠশিল্পী রিজিয়া পারভীন, সুজিত মুস্তফা, নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, ফুটবলার কায়সার আহমেদ, অভিনয় শিল্পী করভী মিজান, সৈয়দ শুভ্র, টেলিভিশন ব্যক্তিত্ব হাসান আহমেদ কিরন, টেলিপ্যাব এর আন্তর্জাতিক সম্পাদক এমডি রেজাউল করিম সজল, নাট্য পরিচালক ইদ্রিস হায়দার, অনন্য ইমন, চলচ্চিত্র পরিচালক মিজানুর রহমান লাবু এবং রাশিদ আহমেদ এর বন্ধুরা।
অনুষ্ঠানে উপস্থিত অনেকেই আড্ডার ছলে মিডিয়ার বর্তমান অবস্থা এবং চাওয়া পাওয়ার কথা তুলে ধরেন এটিভি ইউ এস এ’র কর্নধার আকাশ রহমান