March 21, 2025, 10:15 am

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফ্যাসিস্টের দোসর

গৌরনদীতে ভাইদের দু’গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলা

শামীম মীর, গৌরনদী প্রতিনিধি:: গৌরনদীতে জমিজমা নিয়ে বিরোধের জেরধরে সহোদর ভাইদের দু’গ্রুপের মধ্যে হামলা-পাল্টাহামলা ও সংঘর্সে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার তাঁরাকুপি গ্রামে ঢাকা-বরিশাল মহাসড়কে আ. মজিদ বেপারীর চা’য়ের দোকানের কাছে আ. মজিদ বেপারী ও হারুন বেপারীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মাথায় মারাত্মক জখম অবস্থায় মজিদ বেপারী, দ্বীন ইসলাম বেপারীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও আহত অবস্থায় নারীসহ ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের আ. মজিদ বেপারীর সহোদর চার ভাই গত ৩৫ বছর পূর্বে বাড়ির জমি ভাগবাটোয়ারা করে বসত ঘর, রান্না ঘর ও গোয়াল ঘর নির্মাণ করে বসবাস ও ভোগদখল করে আসছিল। বাড়ির জমি নিয়ে গত ৩ মাস ধরে মজিদ বেপারী গংদের সঙ্গে হারুন বেপারী গংদের বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ ও থানায় সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও বাড়িতে আধাপাকা ২টি ঘর, টিনের ৩টি বসত ঘর, ৩টি রান্না ঘর ও ১টি পাকা টয়লেট থাকার কারণে গত ৩৫ বছর পূর্বের করা বাড়ির ভাগ সালিশরা (মাতুব্বররা) বহাল রাখেন। হারুন বেপারী গংরা গ্রাম্য ও থানা পুলিশের সালিশের সিদ্ধান্ত অমান্য করার কারণে উভয় পক্ষ একে অপরকে হুমকি ধামকি দিয়ে আসছিল। বাড়ির ভাগ নিয়ে বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে তাঁরাকুপি গ্রামে ঢাকা-বরিশাল মহাসড়কের মজিদ বেপারীর চা’য়ের দোকানের কাছে মজিদ বেপারী ও হারুন বেপারীর সমর্থকদের মধ্যে হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ হামলা ও সংঘর্ষে মজিদ বেপারী, নুর ইসলাম, দ্বীন ইসলাম, সাহিদা বেগম, আরাফাত বেপারী, হারুন বেপারী, মুক্তা আক্তার, সিরাজ বেপারী, হানিফ বেপারী, রিপন বেপারী, শিপন বেপারীসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। পরবর্তীতে হারুন বেপারীর সমর্থকরা সন্ধ্যা ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবার হামলা চালিয়ে ভর্তি হওয়া (চিকি’সাধীন) মজিদের ৫ সমর্থককে বেদম মারধর করে। এ খবর পেয়ে থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, খবর পেয়ে থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর