March 21, 2025, 9:11 am

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফ্যাসিস্টের দোসর

মিঠাপুকুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা, প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

মিঠাপুকুর প্রতিনিধি ঃ

রংপুরের মিঠাপুকুরে সাংবাদিক আমিরুল কবির সুজনের বিরুদ্ধে সাইবার ট্রাইবুনাল আদালতে দায়ের করা মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মিঠাপুকুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি রাতে মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল স্বাক্ষরিত বিবৃতিতে এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন। পৃথকভাবে আরেকটি বিবৃতিতে রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান ও বিবৃতিতে বলেন, এ মামলা পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে কন্ঠ রোধের প্রচেষ্টা। মিঠাপুকুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক সকালের বাণী’র মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক আমিরুল কবির সুজন’র বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি করেন সাংবাদিক বৃন্দ।

গত ৭ ডিসেম্বর ২০২৪ সালে “সিনেমার গল্পকেও হার মানায় কোহিনুর” শিরোনামে অনুসন্ধানমূলক সংবাদ প্রকাশ করেন, দৈনিক সকালের বাণী’র মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি আমিরুল কবির সুজন। একই সংবাদ আরও ২ সাংবাদিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়। কিন্তু উদেশ্য প্রণোদিতভাবে একাধিক মামলার বাদী কোহিনুর বেগম সাংবাদিক আমিরুল কবির সুজন’র বিরুদ্ধে গত ২৩ জানুয়ারি রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলার আবেদন করেন। পরবর্তীতে মামলাটি মিঠাপুকুর থানাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদের শিরোনাম এবং এখনকার হয়রানিমূলক এই মামলা প্রমাণ করে সংবাদের সঠিকতা। মূলত উপজেলার খোড়াগাছ ইউনিয়নের রুপসী গ্রামের কোহিনুর বেগম একই গ্রামের ৪টি পরিবার এবং প্রতিবেশীর বিরুদ্ধে একের পর এক মামলা এবং থানায় অভিযোগ দিয়ে হয়রানির অভিযোগে অনুসন্ধানমূলক সংবাদ প্রকাশ করেন সাংবাদিকরা। কিন্তু সঠিক তথ্য প্রকাশ করায় উল্টো সাংবাদিকের বিরুদ্ধে কোহিনুর বেগম বাদী হয়ে মামলা করেছেন। বিষয়টি গভীর যড়যন্ত্র এবং পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে কন্ঠরোধের অংশ বলে ধারণা করা হচ্ছে ।

এসময় সাংবাদিকরা সাংবাদিক আমিরুল কবির সুজন’র বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার পাশাপাশি কোহিনুর বেগমকে গ্রেফতার এবং তার করা প্রত্যেকটি মামলা এবং থানায় দেওয়া অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় মিঠাপুকুর প্রেসক্লাব এ ব্যাপারে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানানো হয়েছে।

মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে বিস্তর তদন্ত চলছে। তদন্ত শেষে প্রতিবেদন দেওয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর