নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
উখিয়ায় গণসচেতনতা সৃষ্টি ও সততার চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশন দুর্নীতি প্রতিরোধ কমিটি উখিয়ার উদ্যোগে দিনপ্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুল করিম। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা সহকারি কমিশনার ভূমি যারীন তাসনিম তাসিন। আলোচনা সভায় মাস্টার রুপন দেওয়ানজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশনের সজেকা উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাছুম, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজি, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ বদরুল আলম, উখিয়া দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, দুদক কক্সবাজার পিপি এডভোকেট মুহাম্মদ আব্দুর রহিম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সদস্য ও উখিয়া প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি সাংবাদিক দীপন বিশ্বাস, উখিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জুশান, শহিদ মিরাজ, বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সবুজ সেন, মারুফ হোসেন, ইমু বড়ুয়া, মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল হাকিম ও রিতা বালা দে প্রমুখ।
উখিয়া উপজেলার ৮টি উচ্চ বিদ্যালয় বিতর্ক প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন। উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, কুতুপালং উচ্চ বিদ্যালয়, রত্না পালং উচ্চ বিদ্যালয়, মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়, জালিয়া পালং উচ্চ বিদ্যালয় ও ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ গ্রহণ করেন। তার মধ্যে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও কুতুপালং উচ্চ বিদ্যালয় রানার্সআপ অর্জন করতে সক্ষম হয়। বিতর্কে শ্রেষ্ট বক্তা নির্বাচিত হয়েছেন, কুতুপালং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আক্তার তোফা। বিতর্ক প্রতিযোগীতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে যারীন তাসনিম তাসিন বলেন, এখন যে প্রতিযোগীতার যুগ, তোমরা এখান থেকে বের হয়ে নিজেকে উপস্থাপন করতে হবে। প্রতিযোগীতার যুগে নিজেকে উপস্থাপন করতে না পারলে অন্যরা জায়গাটা দখল করে নিবে। সে ক্ষেত্রে যুগোপযোগী করে নিজেকে গড়ে তুলতে হবে।জাতি হিসেবে আমরা দুর্নীতিগ্রস্থ জাতি। আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। দুর্নীতিমুক্ত বাংলাদেশ যারা পরিচালনা করবে তারা হলো তোমরা। তোমাদের মধ্যে এগিয়ে আসতে হবে।আমার বাবা একজন কৃষক। সারাদিন মাঠে কাজ করে। তিনি কোন দুর্নীতি করে না। শিক্ষিতরাই দুর্নীতি করে। যারা পড়া লেখা করে বড় বড় অফিসার হয়েছে তারাই দুর্নীতি করে। তোমাদেরকে আগে দুর্নীতিমুক্ত হতে হবে। সুতরাং তোমরাই আগামী দিনে কর্ম জীবনে কোন দুর্নীতি করবো না এটাই তোমাদের শপথ নিতে হবে। দুর্নীতি বিরোধী আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়া আহবান জানান তিনি।