March 24, 2025, 3:14 pm

সংবাদ শিরোনাম
বিশ্বনাথে যুবকের ঝুলন্ত লা শ উদ্ধার গংগাচড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান

সুনামগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ: ৯ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব‍্য রাখেন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির, এন এস আই উপ পরিচালক কবির আহমেদ, পিপি এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আব্দুল হক, আনসার ব্যাটালিয়ন কমান্ডার রুবায়েত,তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, সাংবাদিক শেরগুল আহমদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, সৈয়দ মনোওয়ার আলী, নুরুর রব চৌধুরী, সাংবাদিক লতিফুর রহমান রাজু, শাহজাহান চৌধুরী, সেলিম আহমদ তালুকদার, প্রমূখ।
জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, সাম্প্রতিক কালে সুনামগঞ্জ সহ সারা দেশে যে বিভিন্ন মুরাল এবং অন্যান্য স্থাপনায় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এতে জনমনে ভীতির সৃষ্টি করে, মানুষ আতঙ্কিত হয়। জনগনের সম্পদ, দেশের সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। আবার জনগনের, সরকারের অর্থ দিয়েই তা নির্মাণ করতে হয়। এগুলো এভাবে না করে এসব মুরাল কালো কাপড় দিয়ে ঢাকা যেতে পারে। আথবা সরকারের অনুমতি সাপেক্ষে ভেঙ্গে ফেলা যেতে পারে। জেলা প্রশাসক বলেন সারা দেশের চেয়ে সুনামগঞ্জ জেলার আইন শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক।
পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান বলেন, গত কদিন আগে সিলেট সুনামগঞ্জ সড়কের দাড়াখাই নামক স্হানে দুটি বাসে ডাকাতির ঘটনার পর অস্ত্র সহ ডাকাত সর্দার কে আটক করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। বাকিদের ধরার জন্য ও পুলিশ তৎপর রয়েছে। তিন থানার সংযোগ স্হল হওয়ায় সব থানার অফিসার ইনচার্জ কে নির্দেশ দেয়া আছে টহল জোরদার করার জন্য।
তিন থানার সংযোগ স্থলে একটি পুলিশ চেক পোষ্ট করার দাবীর প্রতি ও সম্মতি দেন।
কোন ধরনের চাদাঁবাজি ,বি আই ডব্লিউ টিএ র্ নামে অতিরিক্ত অর্থ নেয়া সহ সকল বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। সুনামগঞ্জ জেলার আইন শৃংখলা পরিস্থিতির আর ও উন্নতির জন্য অন্যান্য সদস্য গণ নানা পরামর্শ প্রদান করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর