November 13, 2025, 2:43 am

সংবাদ শিরোনাম
আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা-মৌলভীবাজারের চার আসনেও মনোনয়ন চূড়ান্ত প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি বৃষ্টি আর বাতাসে নুয়ে পড়েছে ধানক্ষেত, দুশ্চিন্তায় কৃষকরা ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ (ESKuf) ও গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্প থেকে রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার নবীগঞ্জে বার বার মেয়ে প*রকিয়া**য় জড়িয়ে পরার কারণে নিজ হাতে খু*ন করলেন পিতা বেনাপোল সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার। সুনামগঞ্জের ধোপাজান নদীতে রাতের আঁধারে বালু হরিলুট

যশোরে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১৩

ইয়ানূর রহমান :

যশোরের ঝিকরগাছার মল্লিকপুর গুচ্ছগ্রামে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। রোববার সকালে পূর্ব শত্রুতার জেরধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, পিন্টু (৩০), রুবিনা খাতুন (২৫), রিয়াদ হোসেন (৩২), আনোয়ার হোসেন (৫০), ভুলু (৪০), মিন্টু (৩০), জীবন হোসেন (৩২), পিয়াল হোসেন (২৩), মহসিন আলম (২৮), জীবন শেখ (৩২), ছলেমান (৫৫), হালিম (৪৮) এবং হাসান (৩১)। তারা সকলেই মল্লিকপুর গুচ্ছগ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই এলাকার পপি (২২) নামের এক মেয়ের সাথে জুয়েল (২৭) নামের এক ছেলের অবৈধ সম্পর্ক তৈরী হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে শালিশ মিমাংসার চেষ্টা
করা হয়। এই দ্বন্দ্বের জের ধরে আজ দুপুর টায় পিন্টু ও পিয়ালের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ ধারালো অস্ত্র (হাসুয়া, রামদা) লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে ১৩ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে ৪-৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তী করা হয়েছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, মেয়েলী ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষই পাল্টা পাল্টি অভিযোগ দিচ্ছেন। বিষয়টি নিয়ে পুলিশের একটি
টিম কাজ করছে।#

Share Button

     এ জাতীয় আরো খবর