February 9, 2025, 11:05 pm

সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ নেতা গ্রেফতারের খবর শুনে মিষ্টি বিতরণ রাজধানীর ডেমরা এলাকায় অটোরিক্সা চালক উযান মিয়া (৪২)’কে হত্যা মামলায় আসামী আকাশ ভূইয়া (২৮)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। তারেক রহমানের ৩১দফা প্রস্তাবনা বাস্তবায়িত হলে এদেশে আর কোন ফ্যাসিস্টের জন্ম হবে না- বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম। টঙ্গীর ইজতেমা ময়দান বুঝে নিলেন সাদপন্থিরা, দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু ১৪ ফেব্রুয়ারি কক্সবাজার সাগরে মৃত্যু প্রতিরোধে রেসকিউ বোট নিয়ে সহায়তায় এগিয়ে এলো ওয়ার্টসিলা বিচারপতি আবদুর রউফ ইন্তেকালে লেবার পার্টির শোক সুনামগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। রামুতে ইজিবাইক উল্টে প্রাণ গেল বৃদ্ধের আওয়ামী লীগ বিএনপিতে অনুপ্রবেশ করে ঘের দখল ও চাঁদাবাজী করছে পারিবারিক কলহের জেরে শ্বশুরের গোপনাঙ্গ কাটলেন পুত্রবধূ

কুমিল্লায় মাদক ধরিয়ে দেয়ায় অপহরণ

প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ফেনসিডিল ভর্তি একটি পিকআপভ্যান পুলিশকে ধরিয়ে দেয়ায় মাজেদ মিয়া নামের এক ব্যক্তিকে অপহরণ করা হয়। পরে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে চোরাকারবারীরা। এ ঘটনার একদিন পর পুলিশ শুক্রবার অপহৃত মাজেদকে কুমিল্লা শহর থেকে উদ্ধার এবং চোরাকারবারী চক্রের সদস্য আনোয়ার হোসেনকে গ্রেফতার করে। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
জানা যায়, উপজেলার আমানগন্ডা এলাকা থেকে গত বুধবার রাতে পুলিশ ৯৭০ বোতল ফেনসিডিল ভর্তি একটি পিকআপ ভ্যান আটক করে। এসময় চোরাকারবারীরা পালিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার আমানগন্ডা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৭), তার ভাই বেলাল হোসেন (৩৫) ও জেলার আদর্শ সদর উপজেলার সাওয়ালপুর গ্রামের হানিফ মিয়ার (৩০) বিরুদ্ধে মাদক আইনে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়। এদিকে পুলিশকে মাদকসহ পিকআপভ্যান ধরিয়ে দেয়ায় বৃহস্পতিবার আমানগন্ডা গ্রামের মতিউর রহমান তনুর ছেলে মাজেদ মিয়াকে (২৩) ওই গ্রাম থেকে অপহরণ করে নিয়ে যায় চোরাকারবারীরা। পরে তারা মাজেদ মিয়ার বোন তাহমিনার কাছে মোবাইল ফোনে মাদক ও পিকআপভ্যানের মূল্য বাবদ ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
চৌদ্দগ্রাম থানার ওসি আবু ফয়সল জানান, মোবাইল প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার অপহৃত মাজেদ মিয়াকে কুমিল্লা শহর থেকে উদ্ধার এবং চোরাকারবারী চক্রের সদস্য আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে বিকালে ওই চোরাকারবারীদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আরেকটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। গ্রেফতারকৃত আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদক আইনে আরও ৩টি মামলা রয়েছে বলে ওসি জানিয়েছেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৪ফ্রেরুয়ারী২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর