July 12, 2025, 6:53 pm

সংবাদ শিরোনাম
নবীগঞ্জে সামাজিক সংগঠন বনগাঁও তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে সুন্নতে খতনা সম্পন্ন ফ্যাসিবাদ বিরোধী ‘জুলাই বিপ্লব-নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় ও দোয়া মাহফিল নবীগঞ্জ প্রেসক্লাবের দুই সাংবাদিকের বিরুধকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫ হাজার লোকের বিরুদ্ধে মামলা! কর্ম চাঞ্চল্য ফিরেছে শহরে বেনাপোল স্হল পথে কোলকাতায় গেলো ৪০০ কেজি আম বেনাপোল স্থল বন্দরের জলাবদ্ধতা নিরসনে স্থায়ীভাবে পানি নিষ্কাশন সম্ভব নয় বললেন…. বন্দর উপ পরিচালক মামুন তরফদার টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি”র অভিযান ৮১ হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও লক্ষাধিক টাকা জব্দ : আটক-১ পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে মৌলভীবাজারে সেফটি টেংকিতে নেমে ৪ জনের মৃত্যু মৌলভীবাজার পৌরসভার বাজেট ঘোষণা মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বগুড়ার মতিন সরকারের স্ত্রী, শাশুড়ি ও শশুর গ্রেফতার

চিলমারীতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারী) বিকাল ৪টার দিকে উপজেলার থানাহাট ইউনিয়ন, পুটিমারী কাজল ডাঙ্গা (উচাভিটা) এলাকায়, আলহাজ্ব আহম্মেদ আলী (বীর মুক্তিযোদ্ধা) সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চিলমারীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নুর আলম অতিরিক্ত কৃষি কর্মকরর্তা চিলমারী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজু আহম্মেদ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চিলমারী, শাহাদাৎ হোসেন উপসহকারী কৃষি কর্মকর্তা, মাঈদুল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা। আরও উপস্থিত ছিলেন, সাইফুল রহমান(আইসিটি শিক্ষক), আব্দুর রহমান (বিএসসি), বারী বেগুন-১২ প্রদর্শনী কৃষক আলমগীর হোসেন (বাচ্চু)সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সকলে বারী বেগুন-১২ এর প্রদর্শনী প্রজেক্ট দেখেন। এ সময় বক্তারা বলেন, এই জাতের বেগুন চাষে, সময় অনেক কম লাগে, অর্থও অনেক কম খরচ হয় এবং ফলন অনেক বেশি পাওয়া যায় বলে জানান তারা। এ সময় উপস্থিত কৃষকরা বলেন, আগামীতে যদি কৃষি অফিস থেকে সকল বিষয়ে সহায়তা পাওয়া যায়। তাহলে আমরা এই বেগুনের আবাদ আরও বেশি করে করব বলে জানান স্থানীয় কৃষকরা।

মোঃ হাবিবুর রহমান।
চিলমারী, কুড়িগ্রাম।

Share Button

     এ জাতীয় আরো খবর