March 14, 2025, 5:03 pm

সংবাদ শিরোনাম
গঙ্গাচড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল জেনাসের উদ্যোগে ফায়ার সেফটি প্রশিক্ষণ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে যৌথবাহিনী অভিযানে সদর হাসপাতালে দালাল আটক আসন্ন ঈদ উপলক্ষে রংপুর রিজিয়নে মহাসড়কে হাইওয়ে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রাজস্থলীতে দূর্গম মিতিংগা ছড়ির গৃহহীন অসহায় পাহাড়ি পরিবারের পাশে দাঁড়ালো কাপ্তাই সেনা জোন মিঠাপুকুরে দীর্ঘ ১৩ বছর পর হত্যা মামলা দায়ের প্রথমবারের মত বান্দরবান পৌরসভায় ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত টেকনাফে মালয়েশিয়াগামী ১৮ রোহিঙ্গাকে উদ্ধার বিলাইছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

চিলমারীতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারী) বিকাল ৪টার দিকে উপজেলার থানাহাট ইউনিয়ন, পুটিমারী কাজল ডাঙ্গা (উচাভিটা) এলাকায়, আলহাজ্ব আহম্মেদ আলী (বীর মুক্তিযোদ্ধা) সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চিলমারীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নুর আলম অতিরিক্ত কৃষি কর্মকরর্তা চিলমারী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজু আহম্মেদ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চিলমারী, শাহাদাৎ হোসেন উপসহকারী কৃষি কর্মকর্তা, মাঈদুল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা। আরও উপস্থিত ছিলেন, সাইফুল রহমান(আইসিটি শিক্ষক), আব্দুর রহমান (বিএসসি), বারী বেগুন-১২ প্রদর্শনী কৃষক আলমগীর হোসেন (বাচ্চু)সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সকলে বারী বেগুন-১২ এর প্রদর্শনী প্রজেক্ট দেখেন। এ সময় বক্তারা বলেন, এই জাতের বেগুন চাষে, সময় অনেক কম লাগে, অর্থও অনেক কম খরচ হয় এবং ফলন অনেক বেশি পাওয়া যায় বলে জানান তারা। এ সময় উপস্থিত কৃষকরা বলেন, আগামীতে যদি কৃষি অফিস থেকে সকল বিষয়ে সহায়তা পাওয়া যায়। তাহলে আমরা এই বেগুনের আবাদ আরও বেশি করে করব বলে জানান স্থানীয় কৃষকরা।

মোঃ হাবিবুর রহমান।
চিলমারী, কুড়িগ্রাম।

Share Button

     এ জাতীয় আরো খবর