উখিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্র উখিয়া উপজেলার পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়তো। তার নাম মুসলিম (১৪)। সে উখিয়া উপজেলার রুমখা বড়বিল মৌলভিপাড়া এলাকার মৃত মোজ্জাফর আহমদের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের কাছ থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল মুসলিম। কোটকাজার ঝাউতলা সড়ক নামক এলাকায় আসলে টমটমের (অটোরিকশা) ধাক্কায় নিহত হয়।