২৮ সেপ্টেম্বর ২০২৪ রংপুর নগরীর জি.এল রায় রোড সংলগ্ন রেশম সম্প্রসারণ কেন্দে রংপুর জেলা কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন আনন্দ উৎসবমুখর পরিবেশে আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতায় যথা নিয়মে যথা সময়ে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হলো।
গত শনিবার দুপুর তিন ঘটিকা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোটরগণ ভোট প্রদান করেন সারাক্ষণ ভোটারদের ভোট মনিটরং করেন রংপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান, রংপুর জেলা ডেইরি ফার্মাস এসোসিয়েশনের বিভাগীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন ও যুব সংঘহতির তৌহিদুর রহমান। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাজ্জাদ হোসেন, মোহাম্মদ ফরহাদ হোসেন, মোহাম্মদ নাসির উদ্দিন। রাতে ভোট গণনা শেষে ক্যাব-এর কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । নির্বাচিত ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়, নির্বাচিত যারা হয়েছেন, সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি, জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রাজু, যুগ্ম সম্পাদক, হামিদুল ইসলাম হারুন, সাংগঠনিক সম্পাদক, লুৎফর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক, মামুন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক, এ.বি.এম জাকির হোসেন, সহ-আইন বিষয়ক সম্পাদক, মেরাজুল হক মানিক, প্রচার সম্পাদক, ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ, আব্দুল খালেক সরকার, দপ্তর সম্পাদক, জয়নাল আবেদীন মিঠু, মহিলা সম্পাদক, রোকসানা বেগম, ধর্ম সম্পাদক, শারিয়া হাসান মুন, কার্যকরী সদস্য, নাদিম হোসেন, ইশিতা পলী, আরিফ সারোয়ার, আঙ্গুর হোসেন, ইব্রাহিম হক ব্যাপারী, মোশারফ হোসেন মুকুল, রঞ্জিত চন্দ্র রায়, দিদার আলম। পরে অতিথি ও নির্বাচিতদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।