অনলাইন ডেস্কঃ
ডার্কওয়েবে নারী-পুরুষকে প্রতারণার ফাঁদে ফেলার দায়ে এক গবেষককে ৩২ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাজ্যের আদালত।
সোমবার বার্মিংহ্যামের ক্রাউন আদালতে ড. ম্যাথিউ ফেলডারের (২৯) সাজার রায় ঘোষণা করেন।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের এই গ্র্যাজুয়েট আদালতে ১৩৭টি অপরাধের কথা স্বীকার করেছেন। অন্তত ৪৬ জন তার টার্গেটে পরিণত হয়েছিলেন। তিনি ইংল্যান্ডের বার্মিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের গবেষক হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে চার বছরের চেষ্টার পর গত বছরের জুনে এ গবেষককে আটক করতে সক্ষম হয় তারা। অক্টোবরে ফেলডারের বিরুদ্ধে ধর্ষণে উৎসাহ, শিশুদের অমর্যাদাকর ছবি ব্যবহার করে যৌন নিপীড়নে উসকানি দেওয়াসহ ১৩৭ ধরনের অপরাধের অভিযোগ আনা হয়।