আমিরুল ইসলাম মহানগর প্রতিনিধি :
১২ ই ফ্রেবরুয়ারী সোমবার নগরীর ঐতিহাসিক মাহিগঞ্জ আফান উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ২০২৪ ইং সালের এস,এস,সি পরীক্ষার্থী বিদায়,ও ২০২৩ইং সালের জি,পি,এ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বাষির্ক মিলাদ আফান উল্লাহ্ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ- শাহীন বাদশা”র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ-আব্দুল ওয়াহিদ, সম্মানিত অতিথি ছিলেন ২৮,২৯,৩০,সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাজমিন রহমান শিউলি। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন মাহিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শ্রী বাবলু নাগ, সাবেক কাউন্সিলর আনোয়ারুল হক, সাংবাদিক কামরুজ্জামান সেলিম,আমিরুল ইসলাম রাজু, শিক্ষক সত্য চন্দ্র, বেলাল হোসেন,মাকছুদ উল-আলম (বকুল) শিক্ষিকা,আকলিমা বেগম,মোনালিসা বেগম,নুরমোহাম্মদ,শাহাজাহান খান,শাহিদা বেগম,পুস্প রানী সরকার, বিদায়ী শিক্ষার্থী অভিবাবক স্থানীয় সুধীজন অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়ার শিক্ষক আতউর রহমান প্রমূখ।
আজিজুল্লা উচ্চ বিদ্যালয় ঃ-রংপুর নগরীর ৩৩নং-ওয়ার্ড আজিজুল্লা উচ্চ বিদ্যালয়ে এস,এস,সি শিক্ষার্থীদের বিদায় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ লুৎফর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়।বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৩৩নং-ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম সিরাজ,স্কুলের সভাপতি ও মজিলাতুল নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান ফজলুল হক মিলন,শিক্ষক শেখ মোঃ-আব্দুস ছালাম, -আব্দুস সেলিম,আজিজা সুলতানা,সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক সঞ্জীদ কুমার রায়।