আমিরুল ইসলাম রাজু:
রংপুর ১১ই ফ্রেবরুয়ারী নগরীর মাহিগঞ্জের বাইপাশ এলাকা নব্দীগঞ্জে আওয়ামী যুব-লীগের নির্বাচনী সভা কল্যানী উচ্চ বিদ্যালয়ের হলরুমে সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। নিবার্চনী সভায় সভাপতিত্ব করেন কল্যানী ইউনিয়ন প্রবীণ আওয়ামী লীগ নেতা ওবাইদুল হক-বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও পীরগাছা উপজেলার সফল ভাইস চেয়ারম্যান, আরিফুল হক লিটন, কল্যানী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তছলিম জালাল, কল্যাণী ইউনিয়ন যুব- লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ,৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন দুলাল, উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলতাব হোসেন,ব্যবসায়ীও যুবলীগ নেতা সোহাগ মিয়া,মোস্তফা মিয়া,পরিষদের ভাইস চেয়ারম্যান নেছার মিয়া,ইউপি, সদস্য হুমায়ন কবীর চৌধুরী প্রমূখ। বক্তারা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে সকলে ঐক্যবন্ধ হয়ে তারুন্যের অহংকার রাজপথের নির্যাতিত সিপাহী আরিফুল হক লিটন কে নির্বার্চিত করার আহবান জানান ।