February 10, 2025, 12:54 am

সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ নেতা গ্রেফতারের খবর শুনে মিষ্টি বিতরণ রাজধানীর ডেমরা এলাকায় অটোরিক্সা চালক উযান মিয়া (৪২)’কে হত্যা মামলায় আসামী আকাশ ভূইয়া (২৮)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। তারেক রহমানের ৩১দফা প্রস্তাবনা বাস্তবায়িত হলে এদেশে আর কোন ফ্যাসিস্টের জন্ম হবে না- বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম। টঙ্গীর ইজতেমা ময়দান বুঝে নিলেন সাদপন্থিরা, দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু ১৪ ফেব্রুয়ারি কক্সবাজার সাগরে মৃত্যু প্রতিরোধে রেসকিউ বোট নিয়ে সহায়তায় এগিয়ে এলো ওয়ার্টসিলা বিচারপতি আবদুর রউফ ইন্তেকালে লেবার পার্টির শোক সুনামগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। রামুতে ইজিবাইক উল্টে প্রাণ গেল বৃদ্ধের আওয়ামী লীগ বিএনপিতে অনুপ্রবেশ করে ঘের দখল ও চাঁদাবাজী করছে পারিবারিক কলহের জেরে শ্বশুরের গোপনাঙ্গ কাটলেন পুত্রবধূ

জগন্নাথপুরে পুরাতন সামগ্রী দিয়ে চলছে ব্রিজের কাজ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্বপুর গ্রামের উচু ব্রিজ নামে খ্যাত ব্রিজে পুরাতন রড দিয়ে কাজ চলছে। এমন অভিযোগে গ্রামবাসীরা সহ ও আরো অনেকে এ নিয়ে অত্র গ্রামে আলোচনার ঝড় বইছে।
সরজমিনে গিয়ে জানা যায়, ২০১৬ সালের জুলাই মাসে গন্ধর্ব্বপুর সড়কে ব্রিজের নির্মাণ কাজটির কার্যাদেশ পায় মেসার্স রুজিয়া এন্টারপ্রাইজ। কাজটির ব্যয় ধরা হয় ২৫ লক্ষ ২৩ হাজার টাকা। কচ্ছপগতিতে কাজটি শুরু হলেও গত মৌসুমি বৃষ্টির পানিতে নির্মাণাধীন ব্রিজের কাজ শেষ হয় নাই। এতে বিপাকে পড়ে স্থানীয় গ্রামের বাসিন্দারা সহ  নারকেলতলা, সুবিদপুর,অনন্তপুর গ্রামের লোকজন সহ বাজারের আসা কয়েকটির গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা জুয়েল আহমদ জানান, নি¤œমানের মরিচা পরা রড দিয়ে ব্রিজের কাজ হচ্ছে।এমনকি পুরাতন ব্রিজ ভাঙ্গার পর যে রড বের হয়েছে তাও কাজে লাগানো হচ্ছে নতুন ব্রিজের কাজে। এমন ভাবে কাজ হলে ব্রিজ বেশী দিন ঠিকবেনা বলে আমি মনে করি। তাই আমি গ্রামবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি সঠিক ভাবে সিডিউল অনুযায়ী কাজ করা হউক।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ফয়ছল আহমদ জানান, গত বছর কাজটি শুরু করেছিলাম, বৃষ্টির কারণে কিছু রড ক্ষতিগ্রস্ত হয়েছে। যে রড কাজের করার উপযোগী সে রড দিয়ে যত দ্রুত সম্ভব কাজ করা হবে।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী মো. গোলাম সারোয়ার জানান, পুরাতন রড দিয়ে কাজ হবেনা। আমরা নতুন রডের ব্যবস্থা করে দিয়েছি। পুরাতন রডের ব্যাপারে গ্রামবাসী বললে তো হবেনা কাজের ব্যাপারে তো আমরা দেখা শুনা করবো।
Share Button

     এ জাতীয় আরো খবর