প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ
অবশেষে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের সার্টিফায়েড কপি হাতে পেয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আইনজীবীরা।
সোমবার বিকেলে রায়ের কপি পাওয়ার খবর নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।
এর আগে, গত ৮ ফেব্রুয়ারি এই মামলার রায়ের খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই দিন থেকেই রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে রয়েছেন বেগম জিয়া।
রায়ের কপি হাতে পাওয়ার পর খালেদার আইনজীবীরা জানান, আগামীকাল মঙ্গলবার উচ্চ আদালতে জামিনের আবেদন করা হবে।