September 14, 2024, 3:36 am

সংবাদ শিরোনাম
যৌথবাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার-৫, মৃত্যু-২ বোরহানউদ্দিন কুঞ্জেরহাট বাজারে, অনুমতি বিহীন ওষুধের গুদাম সিলগালা সাধক কবি কাজী হেয়াত মামুদ এর কবর জিয়ারত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল শহীদদের স্মরণে ‘মিশন গ্রিন বাংলাদেশ’-এর বৃক্ষরোপণ কর্মসূচী চিলমারীতে দূর্নীতির অভিযোগ এনে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি পল্লী বিদ্যুৎ এর লুকোচুরি খেলায়, সাধারণ মানুষ নাজেহাল হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামী মোঃ রুবেল’কে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব নাটোরে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার পার্বতীপুরে বিদ্যুতের লুকোচুরি খেলায় অতিষ্ঠ জনজীবন আর্থিক সাহায্যের আবেদন বিরল রােগ থাইমাস গ্লান্ডে আক্রান্ত রিয়াদ বাঁচতে চায়

৩ হাজার ৯৫০ টন  ইলিশ যাবে ভারতে

 

বেনাপোল থেকে এনামুলহকঃ

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকার ভারতে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে। ৭টি শর্তে ৭৯ টি প্রতিষ্ঠান এসব ইলিশ রপ্তানি করবে। বুধবার(২০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক চিঠি অনুমোদন দেয় বানিজ্য মন্ত্রানালয়।

প্রথম দিন বুধবার সন্ধ্যায় বেনাপোল বন্দর দিয়ে ভারতে রপ্তানি হলো ৪৫ দশমিক ৮ মেট্রিক টন ইলিশ। ৫টি প্রতিষ্ঠান প্রতি কেজি ১০ ডলারে এই মাছ রপ্তানি করেছে। প্রতিষ্ঠান গুলো হলো- মাহিমা এন্টারপ্রাইজ,রিপা এন্টারপ্রাইজ,তানিশা এন্টারপ্রাইজ,সেভেনস্টার ও প্যাসিফিক এন্টারপ্রাইজ। এইভাবে ৭৯ টি প্রতিষ্ঠান রপ্তানি করবে ৫০ টন করে ইলিশ মাছ।

বানিজ্য মন্ত্রনালয়ের চিঠিতে বলা হয়েছে,আসন্ন দূর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছ রপ্তানির বিষয়ে পাওয়া আবেদন গুলো যাচাই-বাছাই করে শর্ত সাপেক্ষে ৭৯টি প্রতিষ্ঠানের প্রত্যেক কে ৫০ টন করে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। তবে,রপ্তানির ক্ষেত্রে ৭টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে,সে গুলো হলো-রপ্তানি নীতি ২০২১-২০২৪ বিধি বিধান অনুসরণ করতে হবে।শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে রপ্তানি অনুমতি পাওয়া পণ্যের কায়িক পরিক্ষা যথাযথ ভাবে করতে হবে। প্রতিটি চালান জাতিয়করণ শেষে রফতানি সংক্রান্ত সব কাগজ ই-মেইল করতে হবে। অনুমোদিত পরিমানের চেয়ে বেশী রপ্তানি করা যাবে না।

পণ্য চালান রপ্তানিকালে শুল্ক কর্তৃপক্ষ কাস্টম ডেটা সিস্টেম পরীক্ষা করে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত পণ্য রপ্তানি না করার বিষয়টি নিশ্চিত হবেন। এ অনুমতির মেয়াদ আগামী ২০ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। তবে,সরকার মৎস আহরণ ও পরিবহণের ক্ষেত্রে কোনরুপ বিধি নিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এ অনুমতির মেয়াদ শেষ হবে।

সরকার প্রয়োজনে যে কোনো ইলিশ রপ্তানি বন্ধ করতে পারবে। বিষয়টি নিশ্চিত করে বেনাপোল ফিসারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহবুবুর রহমান জানান,বুধবার থেকে ভারতে ইলিশ মাছ রপ্তানি’র অনুমোদন দিয়েছে সরকার।

প্রথম দিন বেনাপোল বন্দর দিয়ে ৫টি প্রতিষ্ঠান ৪৫ দশমিক ৮মেট্রিক টন ইলিশ রপ্তানি করেছে। প্রতি কেজি মাছের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ মার্কিন ডলার।

Share Button

     এ জাতীয় আরো খবর