-
- সারাদেশে
- রংপুরে ক্লাব ফুট বা মুগুর পা চিকিৎসা সেবা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় September, 20, 2023, 11:30 pm
- 108 বার পড়া হয়েছে
মিজানুর রহমান
রংপুর ব্যুরো
বাংলাদেশে প্রতি ২ ঘন্টায় ১টি শিশু ক্লাবফুট নিয়ে জন্মগ্রহণ করে। যা বছরে প্রায় চার হাজার। তবে এটি এখন আর কোনো সমস্যা নয়। অভিভাবকরা একটু সচেতন থাকলে সহজেই চিকিৎসার মাধ্যমে বাঁকা পায়ের সমস্যা সমাধান করা সম্ভব। জন্মের পর যত দ্রুত সম্ভব পনসেটি পদ্ধতিতে চিকিৎসা শুরু করা উচিত। গত পনের বছরে ওয়াক ফর লাইফ সফলতার সঙ্গে দেশে ৩২ হাজারের বেশি ক্লাবফুট শিশুকে চিকিৎসার আওতায় এনেছে। যাদের বেশির ভাগই চিকিৎসায় ক্লাবফুটমুক্ত হয়েছে।
জন্মগত পায়ের পাতা বাঁকা শিশুদের চিকিৎসা সেবা সম্পর্কে স্থানীয় এনজিও প্রতিনিধিদের সাথে দিনব্যাপী এক অবহিতকরণ সভা বুধবার রংপুর এসোড ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাঈম হাসান খান।
প্রকল্পের পেরেন্টস্ কাউন্সিলর হাবিবুর রহমান রনি এবং ফিজিওথেরাপিস্ট ও প্রকল্প প্রতিনিধি মো: নজরুল ইসলাম নাঈম প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, মুগুর পা কোনো অভিশাপ নয়। জন্মের পর পরই চিকিৎসা নিলে এটি সম্পূর্ণ ভাল হয়। পনসেটি পদ্ধতিতে ক্লাবফুট চিকিৎসায় ব্রেস ব্যবহার অত্যন্ত গুরুত্বপুর্ণ। পনসেটি পদ্বতিতে ক্লাবফুট চিকিৎসা করে ৯৭% এর বেশি শিশুই স্বাভাবিক জীবনযাপন করছে। মিরাকেল ফিট এর সহযোগিতায় এবং স্যানক্রিড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পরিচালনায় রংপুরে কর্মরত বিভিন্ন এনজিও প্রধান ও প্রতিনিধিরা এতে অংশ নেন।
এ জাতীয় আরো খবর