October 6, 2024, 4:25 am

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী সাংবাদিক পুত্র আবির হোসেন অনন্ত’র জন্মদিন আজ বিল্লাল হুসাইন ক্ষমতা! নাকি আড়ালে ছিলো ভিন্ন কোনো উদ্দেশ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার?

রংপুরে কবির উদ্দিন গং কর্তৃক পরিকল্পিতভাবে মিথ্যা প্রচারণা চালিয়ে অসহায় নারী’র সম্পত্তি দখল ও আত্মসাৎ এর অপচেষ্টা

রংপুর ব্যুরো:

মরহুম শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা মোবারক আলী (সেনা সদস্য), স্ত্রী মোছা: জহুরা বেগম, গ্রাম-খোর্দ্দ তামপাট সর্দার পাড়া, ডাকঘর-ক্যাডেট কলেজ, থানা-তাজহাট মেট্রো, রংপুর সিটি কর্পোরেশন, রংপুর-তার স্ত্রীকে ১৯৮৮ সালে সাব কবলা দলিলমূলে ৭২ শতাংশ জমি হেবা দানপত্র করে লিখে দেন। সেই জমি থেকে তাদের একমাত্র কন্যা মাজেদা বেগম পিংকি ৪২ শতক জমি ভোগ দখল করে আসছেন। বাকি ৩০ শতক জমি জনৈক কবির উদ্দিন জালিয়াতি ও দলিল প্রতারণা করে উক্ত জমি দখলপূর্বক বিভিন্ন মানুষের কাছে বিক্রয় করেন। এ বিষয়ে সুনির্দিষ্ট মামলা আদালতে চলমান।
কবির উদ্দিনের বাড়ি গংগাচড়া মহিপুরে, তিনি পিংকির বাবার বাড়িতে কাজের লোক হিসেবে ছিলেন। কোন আত্মীয় বা রক্তের সম্পর্কের কেউ না হয়েও পরে পিংকির বাবাকে দাতা দেখিয়ে চারটি ভুয়া দানপত্র দলিল সৃষ্টি করেন। তিনি পিংকির পরিবারের কেউ না হয়েও সবার অজ্ঞাতে ভূয়া দলিল প্রতিষ্ঠার অপচেষ্টায় আদালতে মিথ্যা মামলা দায়ের ও সত্য গোপন করে ৬০ শতাংশ জমির ডিক্রি নেন এবং ঐ ৬০ শতকসহ ১ একর ৫২ শতক জমি অন্যের নিকট বিক্রি করেন। পিংকির জমির খতিয়ান নং-এসএ-১৪৫ ও সিএস-৯০।
কবির উদ্দিনের ভূয়া দলিলের খতিয়ান নং-সিএস-৮৯, এসএ-৯৫। উল্লেখ্য যে, কবির উদ্দিন বিভিন্ন ব্যক্তিকে যে দলিলগুলো দিয়েছেন তা অরিজিনাল দলিল নয়, এছাড়াও উক্ত কবির উদ্দিন উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রোপাগান্ডা ও গুজব ছড়িয়ে সমাজে পিংকির সুনাম ক্ষুণ্ন ও হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। এই উদ্দেশ্যে কবির উদ্দিন রংপুরের চ্যানেল টুয়েন্টি ফোর ও প্লাস টিভি টুয়েন্টি ফোর-এর সাংবাদিকদের দিয়ে ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কল্পকাহিনী ছেড়ে দিয়ে অপপ্রচার চালাচ্ছেন বলে দাবী পিংকির।
সাংবাদিক সম্মেলনে পিংকি দাবী করেন, কবির উদ্দিন গং একাধারে জমি সংক্রান্তসহ ১০/১২টি মামলা করেছে, এ সকল মামলা বিজ্ঞ আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে। পিংকি বলেন, বর্তমানে কবির উদ্দিন গং আমাকে হয়রানী করার কোন পথ খুঁজে না পেয়ে আমার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছেন। আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারকারী চ্যানেল টুয়েন্টি ফোর ও প্লাস টিভি টুয়েন্টি ফোরসহ যারা আমাকে হেয় প্রতিপন্ন করার কাজে জড়িত আপনাদের মাধ্যমে তাদের কাছে প্রমাণাদি উপস্থাপণ করার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, আমি একজন অসহায় মেয়ে, আমাকে সহযোগিতা করার কেউ নেই, তাই কবির উদ্দিন গং কৌশলে আমার স্থাবর, অস্থাবর সম্পত্তি জবর দখল করার পাঁয়তারায় লিপ্ত আছেন। আমি আপনাদের মাধ্যমে এই ভূমিদস্যুর কবল হতে রক্ষা পেতে সবার সহযোগিতা চাই। আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা জেনে শুনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। কারণ আপনারাই রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। আপনারা বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন না করলে সমাজ, রাষ্ট্র ও ব্যক্তি জীবনে অনেক খারাপ প্রভাব পড়বে।

Share Button

     এ জাতীয় আরো খবর