স্পোর্টস ডেস্কঃ
ব্যাট হাতে নয়, প্রচারের মুখ হিসেবে এগিয়ে এলেন শচীন টেণ্ডুলকর। ভারতের মহারাষ্ট্রের ঘরোয়া এক টি-টোয়েন্টি লিগের অ্যাম্বাসেডার হিসেবে এবার পাওয়া যাবে এই ক্রিকেট তারকাকে।
আগামী ১১ মার্চ থেকে শুরু হচ্ছে ৬ দলের টি-টোয়েন্টি মুম্বাই লিগ৷ চলবে ২৮ মার্চ পর্যন্ত৷ টুর্নামেন্টে শচীনের উপস্থিতি উঠতি ক্রিকেটারদের অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন আয়োজক কর্তৃপক্ষ৷
এদিকে মারাঠা ক্রিকেট লিগের সঙ্গে যুক্ত হতে পেরে আপ্লুত শচীন৷ এক বিবৃতি এই মাস্টারব্লাস্টার জানিয়েছেন, ‘এমন উদ্যেগের সঙ্গে যুক্ত হতে পেরে আপ্লুত৷ উঠতি ক্রিকেটাররা এই ধরনের মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ পায়৷’ টুর্নামেন্ট শেষে নতুন প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে বলে মত শচীনের৷