March 20, 2025, 8:38 pm

সংবাদ শিরোনাম
মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফ্যাসিস্টের দোসর নাইক্ষ্যংছড়ি বিজিবির ধারাবাহিক অভিযানে ১৯ লাখ টাকার বার্মিজ গরু ও সুপারি জব্দ,

প্রতিকূল আবহাওয়া উপযোগী ফসলের জাত উদ্ভাবনে গবেষকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

প্রতিকূল আবহাওয়া উপযোগী ফসলের জাত উদ্ভাবনে গবেষকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

ডিটেকটিভ নিউজ ডেস্ক

প্রতিকূল আবহাওয়া উপযোগী ফসলের প্রজাতি উদ্ভাবনে গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল বৃহস্পতিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে তাদের এ আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মো. গোলাম শাহি আলম ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এখনও দেশের অর্থনীতিতে কৃষির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দেশের টেকসই আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কৃষিখাতে নতুন প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রতিকূল পরিবেশের উল্লেখ করে রাষ্ট্রপতি প্রতিকূল আবহাওয়া উপযোগী ফসলের প্রজাতি উদ্ভাবনের আহ্বান জানান। এর আগে উপাচার্য গোলাম শাহি আলম বিশ্ববিদ্যালয়ের প্রথম বার্ষিক প্রতিবেদন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য আবদুল হামিদের কাছে পেশ করেন। উপাচার্য রাষ্ট্রপতিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও প্রতিবেদনের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন। এছাড়া বাংলাদেশের কৃষি ও পরিবেশের উন্নয়নে গৃহীত বিভিন্ন গবেষণা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বিশ্ববিদ্যালয় পরিচালানায় রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা চান বলেও জানান প্রেস সচিব।

Share Button

     এ জাতীয় আরো খবর