January 16, 2025, 7:58 pm

সংবাদ শিরোনাম
শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ

রংপুরে মানবিক কারণে ব্যাটারি চালিত অটো রিক্সা বন্ধ করা সম্ভব হয়নি

রংপুর ব্যুরো শাহ রায়হান বারী
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী মো. মোস্তাফিজার রহমান
মোস্তফা বলেছেন, রংপুরে শিল্প কারখানা না থাকায় এই অঞ্চলের কৃষি নির্ভর মানুষ কৃষি মৌসুমসহ অধিকাংশ
সময় ব্যাটারী চালিত অটো রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন।
এটাই অনেকের পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহের একমাত্র পেশা। অনেক শিক্ষার্থী, শিক্ষিত বেকার,
অবসরপ্রাপ্তরাসহ বিভিন্ন শ্রেণির মানুষ এই পেশার সাথে জড়িত। ছেলে মেয়েদের পড়ালেখাসহ স্বল্প আয়ে চলে
তাদের পরিবার। এই মানবিক কারণেই এগুলো বন্ধ করা সম্ভব হয়নি।
তিনি বলেন, আগের মেয়র ব্যাটারী চালিত অটো রিকশার নিবন্ধন দিয়েছে, পরবর্তীতে আর বাড়ানো হয়নি। আর
রংপুর শহরের যোগাযোগ একটি রিং রোডের মধ্যে সীমাবদ্ধ। বিকল্প কোন রাস্তা না থাকায় নগরীর জাহাজ
কোম্পানি মোড় থেকে পাবলিক লাইব্রেরী মোড় পর্যন্ত এখানে যানজট লেগে থাকে। তবে লক্ষ্মী সিনেমা হলের
পাশ দিয়ে একটি বাইপাস সড়ক নির্মাণের ফলে সে যানজট অনেকাংশে কমে এসেছে।
মোস্তফা আরও বলেন, নগরীর যতগুলো সমস্যা আছে, তা মোটামুটি সমাধান হয়েছে। বাকি সমস্যাগুলো সমাধানে
যে পরিকল্পনা নিয়ে কাজ চলছে, সেগুলো বাস্তবায়ন হলে আর সমস্যা থাকবে না। রংপুরকে একটি ক্লিন সিটি ও
তিলোত্তমা নগরী গড়তে তাকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি নগরীর
দর্শনা মোড়, সরেয়ারতল, মোল্লাপাড়া ও সর্দারপাড়া এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, রংপুর মহানগর সাধারণ সম্পাদক ও
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এস.এম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য
সচিব আলহাজ্ব আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর সহ-সভাপতি লোকমান হোসেন ও জাহেদুল
ইসলাম, সাবেক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  মো. মাসুদ নবী মুন্না, জাতীয় যুব সংহতি রংপুর
জেলার সভাপতি হাসানুজ্জামান নাজিম, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শামীম সিদ্দিকী, রংপুর সদর
উপজেলার ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর সভাপতি শাহিন হোসেন
জাকির, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, জাতীয় সেচ্ছাসেবক পার্টি,
রংপুর মহানগর আহবায়ক মো. ফারুক হোসেন মন্ডল, সদস্য সচিব মাসুদ রানা বিপু, জেলা ছাত্র সমাজের
আহবায়ক, আরিফুল ইসলাম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, রংপুর জেলার আহবায়ক, সদস্য সচিব মাহাবুবর
রহমান বেলালসহ জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Share Button

     এ জাতীয় আরো খবর