প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদে চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলিকৃত কর্মকর্তারা হলেন- ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার ইমতিয়াজ মাহবুবকে সহকারী পুলিশ কমিশনার গোয়েন্দা-র্পূব বিভাগে, সহকারী পুলিশ কমিশনার মো. শিবলী নোমানকে সহকারী পুলিশ কমিশনার গোয়েন্দা-পশ্চিম বিভাগে, সহকারী পুলিশ কমিশনার কে. এম. শহিদুল ইসলাম সোহাগকে সহকারী পুলিশ কমিশনার গোয়েন্দা-পশ্চিম বিভাগে ও সহকারী পুলিশ কমিশনার মাহাবুবুল আলমকে সহকারী পুলিশ কমিশনার গোয়েন্দা-উত্তর বিভাগে বদলি করা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/১৪ ফেব্রুয়ারি, ২০১৮/মেধা