মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে
মোসা.শাহিদা বেগম (৪৫) নামের মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার
করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টায় উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের
ছোট ছৈলাবুনিয়া বন্ধে আলীর বাড়ীর সামনে বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়কের পাশ
থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় । মৃত ওই নারী পার্শ^বর্তী বেতাগী উপজেলার
হোসানাবাদ ইউনিয়নের জলিশা গ্রামের বাসিন্দা।
মির্জাগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, মির্জাগঞ্জ থানার এএসআই মাসুদ
রানা রাতে টহল ডিউটি করার সময় ঘটনাস্থলে ওই নারীর লাশ দেখতে পেয়ে
মুঠোফোনে ওসিকে জানান। পরে তার নির্দেশে লাশটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে যায়। লাশটির ডান হাতে ও ডান পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
কোন চলন্ত গাড়ীর সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় তিনি মারা যেতে পারেন বলে
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বুধবার সকালে তার মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে
ছড়িয়ে পড়লে ছবি দেখে স্বজনরা চিনতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে
আসেন এবং লাশ সনাক্ত করেন।
হাসপাতালে আসা স্বজনরা জানান, ২০ বছর আগে বিয়ে হয় তার। একটি সন্তান
প্রসব করার পর থেকে ধীরে ধীরে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পরে। পরে পাবনা
মানসিক হাসপাতালে দুই মাস ধরে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ না হওয়ায়
সপ্তাহখানেক আগে তাকে বাড়ীতে নিয়ে আসা হয়। এরপর থেকেই নিখোঁজ
ছিলেন তিনি। স্থানীয় ইউপি সদস্য মো.মাসুদ আলম মৃধা ঘটনার সত্যতা
নিশ্চিত করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ
আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।