-
- জেলা সংবাদ, সারাদেশে
- সারিয়াকান্দিতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে ইউএনও রেজাউল করিমের প্রেস ব্রিফিং
- আপডেট সময় November, 9, 2022, 6:17 pm
- 153 বার পড়া হয়েছে
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার সারিয়াকান্দিতে ডিজিটাল উদ্ভাবনী মেলা আয়োজন উপলক্ষে বুধবার স্থানীয় সাংবাদিকদের প্রেস ব্রিফিং করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম । সকাল ১১টায় তিনি তার অফিস কার্যালয়ে প্রেস ব্রিফিং কালে সাংবাদিকদের জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দিন ব্যাপি উপজেলা পরিষদ মাঠে ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে । প্রতিনিয়ত প্রযুক্তির উন্নয়নের সাথে নিজেদের দক্ষতা ও ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ব দরবারে প্রযুক্তির ক্ষেত্রে নেতৃত্ব প্রদানে সরকার উদ্যোগ গ্রহণ করেছে । প্রযুক্তি বান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরো সহজ,সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে উদ্ভাবকদের উদ্ভাবনী ক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে ডিজিটাল উদ্ভাবনী মেলা এবং উদ্ভাবনী অলিম্পিয়াড আয়োজন করা হচ্ছে । এর মাধ্যমে অংশগ্রহণমূলক ও অর্ন্তভুক্তিমূলক উদ্ভাবনের মাধ্যমে আগামীর লক্ষমাত্রা অর্জন করা সহজ হবে । তিনি আরো জানান, মেলায় সরকারী দপ্তরসমূহের অংশ গ্রহণে মেলার স্থানে নাগরিক বান্ধব ডিজিটাল সেবা প্রদান,সেবা প্রদান প্রক্রিয়া অবহিতকরণ,উন্নয়ন এবং সেবা সম্পর্কে নাগরিকদের মতমত গ্রহণ করা হবে। প্রেস ব্রিফিং এর মাধ্যমে তিনি সকল শ্রেণী পেশার মানুষদের বৃহস্পতিবার ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশ গ্রহণ করার আহব্বান জানিয়েছেন ।
এ জাতীয় আরো খবর