অনলাইন ডেস্ক
ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৮টি ককটেল উদ্ধার করা হয়। গত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জেলায় সন্ত্রাস ও নাশকতা বিরোধী পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। অভিযানকালে হরিনাকুন্ডু উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা রেজাউল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৮ টি ককটেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার এজাহার ভুক্ত আসামি বলেও জানান তিনি।
প্রাইভেট ডিটেকটিভ/১৩ফ্রেরুয়ারী ২০১৮ ইকবাল হাসান সরকার