January 16, 2025, 4:43 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

মধুপুরের বহুল আলোচিত নাছরিন হত্যার রহস্য উন্মোচন ২জন গ্রেফতার

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর 
ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেনি নাছরিন আক্তার (২২)। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে টাঙ্গাইলের মধুপুর থানা পুলিশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনার প্রধান আসামি নাছরিনের স্বামী আবুল হাসনাত শুভ ও তার ছোট ভাই হাসিবুল হাসান শান্তকে বৃহস্পতিবার (২০অক্টোবর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থেকে গ্রেপ্তার করে কোর্ট হাজতে প্রেরণ করেছেন মধুপুর থানা পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, গত তিন মাস আগে মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামের নাছির উদ্দিনের মেয়ে নাছরিন আক্তারের সাথে মধুপুর পৌরশহরের অলিপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে আবুল হাসনাত শুভ’র বিয়ে হয়। বিয়ের পর থেকেই মাদকাসক্ত শুভ ও তার পরিবারের লোকজন নাছরিনের উপর শারিরীক ও মানসিক নির্যাতন চালাতো। গত ১৮ সেপ্টেম্বর সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় নাছরিনের মরদেহ তার শশুরবাড়ি থেকে উদ্ধার করে মধুপুর থানা পুলিশ। ওই সময় শুভর পরিবার দাবি করেন নাছরিন ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। অপরদিকে নাছরিনের পরিবার অভিযোগ করেন, নাছরিনকে তারা হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে। মধুপুর থানা পুলিশ লাশটির ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যায়, নাছরিন আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেনি। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নাছরিনের বাবা মো. নাছির উদ্দিন বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বাবুল রানা

 

Share Button

     এ জাতীয় আরো খবর