সুমন কুমার সাহা,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার সারিয়াকান্দিতে ইলিশ সংরক্ষণে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে গত রবিবার যমুনা নদীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ২হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং কিছু ইলিশ মাছ জব্দ করা হয় । জব্দ কৃত অবৈধ কারেন্ট জাল কালিতলা গ্রোয়েনে এনে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয় । এবং জব্দকৃত ইলিশ মাছ বাজেয়াপ্ত করে এতিম খানায় দেয়া হয় । উক্ত অভিযান পরিচালনার সময় উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ তার সাথে উপস্থিত ছিলেন ।