-
- জেলা সংবাদ
- পীরগঞ্জে পাচারের সময় খাদ্যবান্ধব কর্মসূচীর চাল আটক!
- আপডেট সময় September, 22, 2022, 6:13 pm
- 119 বার পড়া হয়েছে
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
পীরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল ভ্যানযোগে পাচারের সময় ক্ষিপ্ত এলাকাবাসী ৫০কেজি ওজনের ৪বস্তা চাল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে আটক করেছে। বুধবার দিনগত রাতেও কয়েকবার ওই ভ্যানযোগে চাল পাচার করেছে মর্মে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। ঘটনাটি ঘটেছে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের অনন্তরামপুর নয়াপাড়া পাকা সড়কে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পীরগঞ্জের ১৫টি ইউনিয়নে ৪৪জন ডিলারের মাধ্যমে ২৪ হাজার ২৭জন অতি দরিদ্রের মাঝে ১৫টাকা কেজি দরে প্রত্যেককে ৩০কেজি চাল বিতরণ কর্মসূচি চলে আসছিল। এরই ধারাবাহিকতায় চৈত্রকোল ইউনিয়নের কলোনী বাজারের ডিলার সোনিয়া নওরিন এর স্থলে তার স্বামী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার পারভেজ মধু ডিলারের দায়িত্ব পালন করছেন।শুরু থেকেই বিতরণে অনিয়ম ও হতদরিদ্রের কার্ড নানা কৌশলে স্বল্প মূল্যে ক্রয় করে নিজ গুদাম ঘরেই চাল মজুদ করেন মধু। মজুদকৃত চাল খালাশপীর হাটের চাল ব্যবসায়ী জনৈক আবু সাঈদ মিয়ার নিকট কালোবাজারে বিক্রি করেন।
এদিকে মজুদকৃত ওই চাল স্থানীয় ভ্যানচালকদের মাধ্যমে রাতের অন্ধকারে ও ভোর বেলায় পাচারের সময় ক্ষিপ্ত এলাকাবাসী তা আটক করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে সংবাদ দিলে থানা পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালগুলো জব্দ করেন।
এ বিষয়ে ভ্যান চালক মোখলেছার রহমান জানান, আনোয়ার পারভেজ মধুর নির্দেশে একাধিকবার সে নিজে ভ্যানযোগে চাল পাচার করেছেন।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। পরামর্শক্রমে অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ জাতীয় আরো খবর