June 17, 2025, 9:39 am

সংবাদ শিরোনাম
২০ লাখ টাকা যৌতুকের জন্য লন্ডনী স্ত্রীকে গরম খুন্তি দিয়ে পুড়িয়ে চ্যাকা” ২ আসামীকে সেনাবাহিনী ধরলেও,ছেড়ে দিয়েছে নবীগঞ্জ থানা পুলিশ হবিগঞ্জের নবীগঞ্জে এখনও প্রকাশ্যে ঘুরছে আওয়ামীলীগ নেতাকর্মীরা মাদারীপুরের শিবচরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত বামনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন অফিসার ইনচার্জ হারুন অর রশীদ হাওলাদার বজ্রপাতে বেনাপোল স্থলবন্দরের শ্রমিকের মৃত্যু জাম পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নবীগঞ্জের অলি’র মৃত্যু মাদারীপুরে নিখোঁজের ১৭ দিন পর পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে বাসস্ট্যান্ডে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে দক্ষিনাঞ্চলের ২১ জেলা মানুষ বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত এলাকা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ডাসারে কপোত-কপোতীকে জিম্মি করে চাঁদা দাবি, গ্রেফতার ১

গাজার বেইত হানুনের আকাশে ইসরাইলের ড্রোন ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্কঃ
গাজার বেইত হানুনের আকাশে ইসরাইলের একটি ড্রোনকে ধ্বংস করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

ফিলিস্তিনের সংবাদ মাধ্যম ‘ফিলিস্তিন আল-ইউম’ জানিয়েছে,ইসরাইল গাজায় গোয়েন্দা তৎপরতা চালাতে ড্রোনটিকে পাঠিয়েছিল।

হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড গতরাতে ইসরাইলের যেকোনো আগ্রাসন মোকাবেলার জন্য তাদের সব সদস্যকে প্রস্তুত রাখার ঘোষণা দেয়ার পরপরই ড্রোন ভূপাতিত হলো।

এর আগে ইসরায়েলের একটি এফ-১৬ জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করে সিরিয়া।  এছাড়া গাজায় প্রবেশ করা একটি ইসরায়েলি ড্রোন গুলি করে ধ্বংস করেছে বলে দাবি করেছে ফিলিস্তিনিরা।

এদিকে মার্কিন প্রযুক্তির ওপর ভিত্তি করে নির্মিত ইরানের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।  ইসরায়েলি বিশেষজ্ঞরা ড্রোনটি পরীক্ষা করে এ দাবি করেছেন। প্রায় ছয় বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ইরানের আকাশে ওড়ার সময় হারিয়ে যায়।

পরে জানা যায়, ড্রোনটিকে সিগন্যালিং ব্যবস্থা জ্যাম করে ইরান আটক করেছে। এরপর সে ড্রোনের প্রযুক্তির ওপর ভিত্তি করে ড্রোন নির্মাণ করে ইরান।

ইসরায়েল দাবি করেছে, শনিবার তাদের ভূখণ্ডে প্রবেশ করা একটি ইরানের ড্রোনকে হেলিকপ্টার থেকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। সে ড্রোনটিতে মার্কিন চুরি করা ড্রোনের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।

তবে ইসরায়েলের এ দাবি উড়িয়ে দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসরায়েলের দাবি এতই হাস্যকর যে, তা নিয়ে মন্তব্য করা উচিত নয়।

প্রাইভেট ডিটেকটিভ/১২ ফেব্রুয়ারি, ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর