-
- অপরাধ, সারাদেশে
- ড্রেজার মেশিন বসিয়ে অভিনব কায়দায় বালু উত্তোলন:হুমকির মুখে শতশত ফসলী ও আবাদী জমি।
- আপডেট সময় September, 4, 2022, 6:15 pm
- 112 বার পড়া হয়েছে
মো:- মাকছুদ আলম বগুড়া জেলা প্রতিনিধি :– লোকজনের চোখকে ফাকি দিতে ড্রেজার মেশিন বসিয়ে সরকারী খাস জমি ও নদী থেকে দিনের বেলাতেই অভিনব কায়দায় বালু উত্তোলন করে চলেছে প্রভাবশালী একটি মহল।
এতে করে হুমকির মুখে পড়েছে শতশত একর ফসলী ও আবাদী জমি। ইতিপুর্বে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বালুর পয়েন্টটি বন্ধ করে দিলেও প্রশাসনকে ম্যানেজ করে কয়েকদিন পরে ভিন্ন কায়দায় আবারও শুরু করে বালু উত্তোলন। কোনভাবেই যেন থামানো যাচ্ছে না বালু দস্যুদের এই অপতৎপরতা।
লোকজনের দৃষ্টিকে আড়াল করতে ড্রেজার মেশিন থেকে মাটির নিচে দিয়ে পাইপ নিয়ে প্রায় আধা কিলোমটার দুরে বালু ফেলানো হচ্ছে। এতে তারা কারো সন্দেহের মুখে পড়ছে না।
সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায় জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ও পার্শ্ববর্তী ইউনিয়ন-এর ইছামতি নদী এবং নদীর পার্শ্বে সরকারী খাস জমি থেকে চলছে বালু উত্তোলনের যেন মহোৎসব। এরফলে মোকামতলা বিশ্বরোড হইতে শিবগঞ্জ উপজেলা ও হাট পর্যন্ত জনবহুল রাস্তা সংলগ্ন এলাকা ধংসের মুখে পড়েছে।
এই বালু উত্তোলন বন্ধের আহবান জানিয়ে ইতিপুর্বে মোকামতলা ইউনিয়নের চেয়ারম্যান আহসান হাবিব সবুজ, ভাগকোলা গ্রামের হাফিজারের পুত্র মোহন, রিপন মিয়া এবং চয়ন মিয়ার নামে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দেন অত্র এলাকাবাসীর পক্ষে মো. রবিউল ইসলাম। এর প্রেক্ষিতে উপজেলা প্রশাসন পর পর ৩বার তাদের বালুর পয়েন্ট ভেঙ্গে গুড়িয়ে দেন। কিন্তু সপ্তাহ পের না হতেই তারা আবারও পুর্বের ন্যায় কার্যক্রম শুরু করে। যখন গ্রামবাসী তাদের এ কাজে বাধা প্রদান করে তখন তরার বলে বালু উত্তোলনের জন্য প্রশাসন আমাদের ১ মাসের অনুমতি দিয়েছে।
একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে এবং দায়িত্বশীল পর্যায়ে থেকে বারবার সাধারন জনগনের সাথে ধোকাবাজী করে যাচ্ছে। এমতাবস্থায় গ্রামের সাধারন মানুষের ফসলী ও আবাদী জমি, সরকারী খাস জমি সহ গুরুত্বপুর্ণ স্থাপনা রক্ষার্থে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছে এলাকাবাসীরা।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উন্মে কুলসুম সম্পার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমরা অভিযোগ পাওয়ার পর পর দু-তিনবার অভিযান চালিয়ে বালুর পাইপ ভেঙে দিয়েছি। সেলো মেশিনটি অত্যন্ত ভিতরে থাকার জন্য মেশিনটি জব্দ করা সম্ভব হয়নি। আমরা অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করব এ বিষয়ে।
এ জাতীয় আরো খবর