January 13, 2025, 3:31 pm

সংবাদ শিরোনাম

বিরামপুর পল্লি গ্রামে বিধবা প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের

মোঃ মোবারক আলী বাবু প্রতিনিধি বিরামপুর, দিনাজপুর
বিরামপুর উপজেলা পল্লিগ্রামে বিধবা প্রতিবন্ধিকে ধর্ষণের দায়ে
মসজিদের ময়াজ্জিনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানাগেছে দিনাজপুর বিরামপুর উপজেলায় কাটলা ইউনিয়নের বেনিপুর
গ্রামের পিতা- মোস্তফার বিধবা, প্রতিবন্ধি মেয়ে মোছা: মাকছুদা
(২৫) বাড়িতে কেউ না থাকায় সুযোগ বুঝে একই গ্রামের মসজিদের
ময়াজ্জিম লম্পট মোঃ তোফাজ্জল হোসেন (৪৬) ধর্ষনের লিপ্ত হলে
প্রতিবন্ধি মা বানু বেগম অপকর্ম দেখে সহ্য না করতে পেরে
ময়াজ্জিমকে ঝাটা পিটা করতে শুরু করলে লম্পট ময়াজ্জিম গা ঢাকা দেওয়ার
জন্য তড়িগড়ি করে মসজিদে মাইক দিয়ে মসজিদের ভিতরে মাগরিবের
আযান দিতে শুরু করেন। ধর্ষিতার মা বানু বেগম বাদী হয়ে বিরামপুর
থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ৩২ তারিখ- ২৯/০৮/২২ইং
ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেলে প্রেরণ করা হয়।

 

Share Button

     এ জাতীয় আরো খবর