-
- উদ্যোক্তা, জেলা সংবাদ, সারাদেশে
- শান্তিগঞ্জে ভোরের স্বপ্ন ফেন্ডস ক্লাব নামে একটি নতুন সামাজিক সংগঠন আত্মপ্রকাশ
- আপডেট সময় August, 20, 2022, 1:38 pm
- 162 বার পড়া হয়েছে
মোঃ আক্তার হোসেন, সুনামগঞ্জ থেকে ফিরে৷
(১৮ই) আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রী’র রাজনৈতিক সচিব ও আ’লীগ নেতা হাসনাত হোসেন এর সাথে শুভেচ্ছা বিনিময় করে ভোরের স্বপ্ন ফেন্ডসক্লাব সংগঠনের সদস্যগন
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন এবং শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম। উক্ত সময় ভোরের স্বপ্ন সংগঠনের নাম ও কমিটির তালিকা প্রকাশ করা হয় ।
সবার সর্বসম্মতিক্রমে সভাপতি হয়েছেন – আশরাফ হোসাইন, সহ- সভাপতি – রাজন আহমদ, সাধারণ সম্পাদক – মো: নাছিম আহমদ, যুগ্ম সম্পাদক – শাহিন আহমদ, যুগ্ম সম্পাদক – রাহুল তালুকদার রাজ, কোষাধ্যক্ষ – হাসনাত আহমেদ, সহ কোষাধ্যক্ষ -তানবীর রহমান, সাংগঠনিক সম্পাদক – জয়ন্ত তালুকদার জয়, সাংগঠনিক সম্পাদক -শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক – নাইমুর রহমান রাহাত, প্রচার সম্পাদক – সৈকত তালুকদার নিলয়, সহ-প্রচার- সাগর বাদশাহ, শিক্ষা সম্পাদক-নাইমুর রহমান, শিক্ষা সম্পাদক-মুহিত আলম, শিক্ষা সম্পাদক -মাহমুদ আজাদ, শিক্ষা সম্পাদক -সাইদ আল মামুন (পায়েল), ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক – মাহমুদুল হাসান রনি, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক- সালমান আহমেদ, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক- শাহিনুর আহমদ, সদস্য (প্রবাসী) – আবু সাইদ, সদস্য (প্রবাসী)শিপন আহমেদ, সদস্য (প্রবাসী) -মারজান আহমেদ, সদস্য (প্রবাসী) শায়েখনুর, সদস্য – রিজন দাস, সদস্য -আহসান হাবীব শিমুল, সদস্য -রকি মজুমদার, সদস্য – সামসুদ্দোহা, সদস্য -উমার ফারদিন মিনহাজ, সদস্য – আতিকুর রহমান, সদস্য – শিপন আহমদ, সদস্য – আলী আহমেদ রিয়াজ, সদস্য – হাসান আজাদ, সদস্য – বিজু দাশ, সদস্য – আলী আহমেদ, সদস্য -ঝনিক বাবু দাশ, সদস্য – উত্তম কুমার দাশ, সদস্য – এমরান হোসেন, সদস্য – কাশেম আহমেদ, সদস্য – রাহেল আহমেদ।
ভোরের স্বপ্ন ফেন্ডসক্লাব সংগঠনের বিশেষ কার্যক্রম, মেধাবী হত দরিদ্র, প্রতিবন্ধী শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান।বাল্যবিবাহরোধে কাজ করা, ইভটিজিং এর বিরুদ্ধে কাজ করা, ক্রীড়া কার্যক্রম, বইপুস্তক বিতরণ ইত্যাদি এবং সবাই সব সময় একত্রিত থাকেকে সমাজের জন্য কাজ করার উদ্দেশ্যে ডুংরিয়া হাই স্কুল এন্ড কলেজের এসএসসি ২০১৮ ব্যাচের শিক্ষার্থীরা মিলিয়া যে সংগঠন করেছে৷
এ সময় সময় উপস্থিত ছিলেন বিভিন্ন অংগ সহযোগী সংগঠনের রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ৷
এ জাতীয় আরো খবর