January 13, 2025, 8:19 am

সংবাদ শিরোনাম

উলিপুরের নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য বিক্রয়ের শো-রুম কুড়িগ্রাম শহরে উদ্বোধন

মোঃ নূরবক্ত মিঞা, উলিপুর  (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা সদরের প্রাণকেন্দ্রে রাধুনী হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সম্মুখে ইমাজিন ক্রাফট শোরুম এর শুভ উদ্বোধন করা হয়েছে l
 মঙ্গলবার (১৬ আগস্ট) বিকাল ৫ ঘটিকার সময় কুড়িগ্রাম জেলা বিসিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম ফিতা কেটে ইমাজিন ক্রাফট শোরুমের শুভ উদ্বোধন ঘোষণা করেন l
এ সময় ইমাজিন ক্রাফট শোরুম এর স্বত্বাধিকারী “”নারী”” সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন l
উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদা ইয়াসমিন জানান, কেয়ার বাংলাদেশ এর সহযোগিতায় ইমাজিন ক্রাফট কুড়িগ্রাম শহরে চালু করা হলো l
এ শোরুমে কুড়িগ্রাম জেলার তথা উলিপুরের ছোট, বড় ও মাঝারি ধরনের উদ্যোক্তাদের পণ্য বিক্রয় করা হবে l
বিশেষ করে নারী উদ্যোক্তাদের পাটের তৈরি পণ্য এ শোরুমে প্রাধান্য পাবে l
এখানে বাংলাদেশের কৃষকদের উৎপাদিত পাট থেকে হাতে তৈরি বিভিন্ন ধরনের পাট পণ্য পাওয়া যাবে
এ ইমাজিন ক্রাফট শোরুমটি কিছু তরুণ উদ্যোক্তার প্রত্যক্ষ সহযোগিতায় পরিচালিত হবে
Share Button

     এ জাতীয় আরো খবর