January 19, 2025, 1:08 am

সংবাদ শিরোনাম
শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে কর্তৃক চক্ষু শিবির ও ১২ লাখ টাকার চেক হস্তান্তর তার স্ত্রী জানে না সে সধবা নাকি বিধবা-ইকবাল হাসান মাহমুদ টুকু ধনবাড়িতে ছাত্র আন্দোলনে নিহত আহতদের জন্য দোয়া ও জনসভা অনুষ্ঠিত  কোয়ান্টাম ফাউন্ডেশনের অনিয়ম ও মহাজাতকের ভয়াবহ প্রতারণা । পর্ব ০১ মহা দূনীর্তিবাজ ও বিগত ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন,অতিরিক্ত সচিব, মোঃ তোফাজ্জেল হোসেনের সাতকাহন দেশের রাজনীতিতে আ.লীগের কবর রচনা হয়েছে- নুরুল হক নুর চট্রগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবাসহ আটক ২ মাইক্রোবাস জব্দ। ঘোড়াঘাটে পতিত জমিতে কমলা চাষে আলোচনার শীর্ষে বদরুল আলম চকরিয়ায় স্ত্রীকে হত্যা ,স্বামী মেহেদী হাসান লামায় গ্রেফতার মোংলায় বিএনপির সংবাদ সম্মেলন

রাজধানীর রাজধানীর ধোলাইপাড় থেকে তিনজন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

নিজ্বস প্রতিবেদকঃ
১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

২। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় যানবাহন হতে চাদা আদায়ের সংবাদ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হবার পর গত ১৪ আগস্ট ২০২২ খ্রিঃ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিন যাত্রাবাড়ী ধোলাইপাড় চৌরাস্তা এলাকায় কতিপয় লোক বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করছে।

৩। এরই ধারাবাহিকতায় গতকাল ১৪ আগস্ট ২০২২ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিন যাত্রাবাড়ী ধোলাইপাড় চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাক, কভার্ড ভ্যানসহ বিভিন্ন মালবাহী পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করাকালীন ০৩ চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ রনি (২৭), ২। মোঃ লিটন (৪২) ও ৩। মোঃ সাকিব (২২) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ ৬৬০/-(ছয়শত ষাট) টাকা জব্দ করা হয়।

৪। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ ধোলাইপাড়সহ আশপাশের বিভিন্ন রাস্তায় ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, ড্রাম ট্রাক ইত্যাদি পরিবহনের ড্রাইভার, হেলপারদের বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।

৫। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর