January 12, 2025, 7:55 pm

সংবাদ শিরোনাম

ওসমানীনগরে সড়ক নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত

লয়েছ আহমদ প্রতিনিধিঃ
ওসমানীনগরে এলজিইডি’র উদ্যোগে ও ব্র্যাকে’র পরিচালনায় উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির কর্মপরিকল্পণা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩ আগস্ট বুধবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা রোড সেফটি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা এর সভাপতিত্বে ও ব্র্যাক এর প্রধান কার্যালয়ের কর্মস‚চি ব্যবস্থাপক মাইনুল হোসেন এর সঞ্চালনায় এবং ব্র্যাকের ফিল্ড কমিউনিকেটর সোবহান শেখ এর ব্যবস্থাপনায় কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস এম আব্দুল­াহ আল মামুন, উপজেলা রোড সেফটি কমিটির সদস্য ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এর পক্ষে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আইরিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দিলীপ দাস চৌধুরী, সিলেট বিআরটিএ এর কর্মকর্তা মতিউর রহমান, ওসমানীনগর থানার ওসি (তদন্ত) মাসুদ উল আমিন, হাইওয়ে পুলিশ সদস্য দেলোয়ার হোসাইন খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তার পক্ষে এস এম মশিউর আলম মুসা, উমরপুর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া, সাদিপুর ইউপি চেয়ারম্যান শাহেদ আহমেদ মূছা, ব্র্যাক এর বিভাগীয় সমন্বয়ক হাসান আলী প্রমূখ।
Share Button

     এ জাতীয় আরো খবর