মনিরুজ্জামান সুমনঃ ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামে প্রতিপক্ষের হামলায় জানিক হোসেন (৪৮) নামে একজন খুন হয়েছেন। তিনি ওই গ্রামের ইবাদত হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাতে প্রতিপক্ষরা উপর্যুপরি কুপিয়ে তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়। মুমূর্ষ অবস্থায় প্রথম তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত দুইটার দিকে তিনি মারা যায়। নিহত জানিক গত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জুলফিকার কাইসার টিপুর সমর্থক ও হত্যা মামলার আসামি।
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তার ও দলাদলি ঘটনার জের ধরে এই হত্যাকান্ড সংগঠিত হতে পারে। তথ্য নিয়ে জানা গেছে নিহত জানিক হোসেন কিছুদিন আগে হত্যা মামলায় জামিন পেয়ে বাড়ি আসেন। নিহতের স্বজনরা জানায়,বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন এর কর্মী সমর্থকরা তাকে কুপিয়ে হত্যা করেছে। বর্তমানে পুরাতন বাখরবাসহ আশপাশের গ্রামে ভীতি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।