রাহুল পারভেজ, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পুলিশ ফাঁড়ির অভিযানে ৩০ পিস ইয়াবাসহ একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৮ জুলাই) রাত ১২.৩০ মিনিটে সান্তাহার পৌর শহরের চা-বাগান এলাকাই অভিযান চালিয়ে মনির হোসেন (২৮) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার লুঙ্গির ভাঁজের মধ্যে থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মনির হোসেন উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার হাটখোলা এলাকার মোফাজ্জল হোসেন মোফা’র ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরির্দশক আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পৌর শহরের চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে হয়েছে।