February 19, 2025, 10:10 pm

সংবাদ শিরোনাম
লামায় স্বাস্থ্য কমপ্লেক্স যন্ত্রাংশ মেরামতের দ্রুত উদ্যোগ দরকার সকল ভাষা সৈনিকদের সর্বোচ্চ সম্মান প্রদানের দাবিতে মানবাধিকার জোটের মানববন্ধন উখিয়ায় দূর্বৃত্তের হামলায় যুবদল নেতা আহত টেকনাফে দুই লাখ ইয়াবাসহ ৭ রোহিঙ্গা আটক মিঠাপুকুরে গভীর নলকূপের পরিচালনা কমিটির দ্বন্ধে দেড়,শ বিঘা জমির চাষাবাদ অনিশ্চিত ১০ লাখ টাকা মুক্তিপণে লামার ২৬ অপহৃত শ্রমিক মুক্ত জৈন্তাপুরে আপন মেয়েকে ধর্ষণের দায়ে পিতাকে আটক। গোপালগঞ্জে যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত আজহারের মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল পার্বতীপুরে নিখোঁজের একদিন পর রেল লাইনের পাশ থেকে মস্তকবিহীন হাত বাঁধা লাশ উদ্ধার

এখনও ডিভিশন পাননি খালেদা জিয়া : মওদুদ

প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ জানিয়েছেন, দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাগারে এখনও ডিভিশন (প্রথম শ্রেণির বন্দির মর্যাদা) পাননি। খালেদা জিয়াকে কারাগারে পাঠানো আওয়ামী লীগের জন্য ‘পলিটিক্যাল ব্ল্যান্ডার’ বলেও মন্তব্য করেন তিনি।

আজ শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান ব্যারিস্টার মওদুদ।

এসময় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সরকার বলছে, তিনি তিনবারের প্রধানমন্ত্রী, তাঁর সামাজিক অবস্থা বিবেচনা করে তাঁকে বিশেষ মর্যাদা দেওয়া হচ্ছে কারাগারে। কিন্তু কারাগারে এখনো তাঁকে ডিভিশন দেওয়া হয়নি।’

ব্যারিস্টার মওদুদ আরও বলেন, ‘আমরা কারা কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। কর্তৃপক্ষ বলছে, ডিভিশন দেওয়ার জন্য আদালতের আদেশ ও জেলা প্রশাসকের কোনো নির্দেশনা তাঁরা এখনো পাননি। ফলে তাঁকে ডিভিশন দেওয়া সম্ভব হয়নি। আমরা সরকারের এই আচরণের নিন্দা ও প্রতিবাদ জানাই। তাঁরা যে আদালতের আদেশ ও জেলা প্রশাসনের নির্দেশনার কথা বলছেন এগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি তিনবারের প্রধানমন্ত্রী। তাঁর জন্য এসবের কোনো প্রয়োজন নেই।’

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন।

Share Button

     এ জাতীয় আরো খবর