-
- জেলা সংবাদ, সারাদেশে
- চিলমারীতে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় June, 23, 2022, 7:54 pm
- 115 বার পড়া হয়েছে
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহষ্পতিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে দলীয় কার্যালয়ে দলটির অঙ্গ সংগঠনের নেতা-কর্মিদের নিয়ে কেক কাটা হয়। পরে , উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মো.জাকির হোসেনের সভাপতিত্ব দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.রেজাউল করিম লিচু, যুগ্ম সম্পাদক জামিনুল ইসলাম, আবু হানিফা রঞ্জু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ফরিদ, রহিমুজ্জামান সুমন, আইন বিষয়ক সম্পাদক মামুন অর রশিদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এস এম নুরুল আমিন সরকার প্রমূখ।
এ জাতীয় আরো খবর