January 9, 2025, 8:54 am

সংবাদ শিরোনাম
হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত

বাল্য বিবাহ সহ যেকোন নির্যাতনে সবাইকে সচেতন ও প্রতিরোধ করতে হবে:পুলিশ সুপার(এসপি) সৈয়দা জান্নাত আরা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ বুধবার(২০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উলিপুর থানা পুলিশের আয়োজনে ধরণীবাড়ী ইউনিয়নের মাঝবিল পানাউল্ল্যাহ বালিকা দাখিল মাদরাসা প্রাঙ্গনে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার(এসপি) সৈয়দা জান্নাত আরা।
কুড়িগ্রামের উলিপুরে বালিকা মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি, বাল্য বিবাহ, আত্মহত্যা ও পারিবারিক নির্যাতন বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এ সময়  পুলিশ সুপার বলেন, এই জেলায় বাল্য বিয়ের প্রবনতা অনেটাই বেশী, তাই সবাইকে সচেতন হতে হবে এবং এসব প্রতিরোধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি, বাল্য বিবাহ, আত্মহত্যা ও পারিবারিক নির্যাতন বন্ধে শিক্ষকদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাল্য বিবাহ সহ যেকোন নির্যাতনের তথ্য জানাতে সরাসরি পুলিশ সুপার অথবা ৯৯৯ এ ফোন করার আহবান জানান তিনি।
মতবিনিময় সভায় উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) মহিবুল ইসলাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির, পুলিশ পরিদর্শক(তদন্ত) রুহুল আমীন, ধরণীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, এসআই মশিউর রহমান, ধরণীবাড়ী ইউনিয়নের বিট অফিসার এএসআই সোহাগ পারভেজ, মাঝবিল পানাউল্ল্যাহ বালিকা দাখিল মাদরাসার সুপার, শিক্ষকবৃন্দ ও সম্মানিত ব্যক্তিবর্গ সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

Share Button

     এ জাতীয় আরো খবর