January 8, 2025, 1:00 pm

সংবাদ শিরোনাম
উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত শার্শায় কিবরিয়া ফিলিং স্টেশন দখল করে নিয়েছে এক প্রভাবশালী শিবচরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা ; প্রতিপক্ষের হামলায় এক নারী গুরুতর আহত হয়েছে বেনাপোল দৌলতপুর সীমান্তে উভয় দেশের শান্তি রক্ষায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক

চিলমারীতে হাসপাতালের ছাদ খসে পড়ছে আতঙ্কে রোগী ও স্বজনরা

কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মুল ভবনটির বিভিন্ন জায়গায় ফাটল দেখা গেছে। বিশেষ করে, ২য় তলায় মহিলা বিভাগের রোগীর বেডের উপরের ছাদ খসে পড়ছে পলেস্টার। এতে আতঙ্কে রয়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও  স্বজনরা। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম বলছেন ভবনাট ঝুঁকিপূর্ণ। সংস্কার করতে হবে ।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায় ৫০ বছর আগে ৩১ শয্যা বেডের এই ভবনটি নিমার্ণ করা হয়েছে।
সরেজমিন রোববার সকালে গিয়ে দেখা যায়, হাসপাতালের মুল ভবনের ২য় তলায় মহিলা বিভাগের রোগীদের বেডের উপরে দুটি জায়গায় ছাদ খসে পড়েছে পলেস্টার । এতে ফাটলের নিছে থাকা রোগী ও স্বজনরা আতঙ্কে রয়েছেন। যেকোনো সময় ছাদ খসে পড়তে পারে ভেবে ভয়ে ভয়ে চিকিৎসাসেবা নিচ্ছেন তারা।
উপজেলার থানাহাট ইউনিয়নের শান্তিনগর গ্রামের আসমা বেগম (৩৪) চিকিৎসা নিতে এসেছেন । তিনি বলেন, বাবা এখানে এসেছি ভালো হতে কিন্তু আমি যেখানে আছি আমার মাথার উপরের ছাদ খসে পড়েছে। এখানে থাকতেও ভয় লাগে। কখন জানি কি হয়।
অপরদিকে চিকিৎসা নিতে আসা একই ইউনিয়নের বহড়ের ভিটা এলাকার কহিনুর (৩৬) বলেন, মাথার উপরেই ছাদ খসে আছে । বার বার চোখ শুধু উপরের দিকেই যায়, কখন জানি ভেঙে পড়ে ।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম বলেন, ভবনের বেশ কয়েকটি জায়গা খসে পড়েছে। ভবনটি ঝুঁকিপূর্ণ । দ্রুত মেরামতের জন্য উর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।
রোগী ও স্বজনদের দাবী অতি তারা তারি ভবনটি মেরামত করা হউক।
মমিনুল ইসলাম বাবু
 কুড়িগ্রাম।
Share Button

     এ জাতীয় আরো খবর