-
- জেলা সংবাদ
- চিলমারীতে হাসপাতালের ছাদ খসে পড়ছে আতঙ্কে রোগী ও স্বজনরা
- আপডেট সময় March, 28, 2022, 4:26 pm
- 135 বার পড়া হয়েছে
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মুল ভবনটির বিভিন্ন জায়গায় ফাটল দেখা গেছে। বিশেষ করে, ২য় তলায় মহিলা বিভাগের রোগীর বেডের উপরের ছাদ খসে পড়ছে পলেস্টার। এতে আতঙ্কে রয়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম বলছেন ভবনাট ঝুঁকিপূর্ণ। সংস্কার করতে হবে ।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায় ৫০ বছর আগে ৩১ শয্যা বেডের এই ভবনটি নিমার্ণ করা হয়েছে।
সরেজমিন রোববার সকালে গিয়ে দেখা যায়, হাসপাতালের মুল ভবনের ২য় তলায় মহিলা বিভাগের রোগীদের বেডের উপরে দুটি জায়গায় ছাদ খসে পড়েছে পলেস্টার । এতে ফাটলের নিছে থাকা রোগী ও স্বজনরা আতঙ্কে রয়েছেন। যেকোনো সময় ছাদ খসে পড়তে পারে ভেবে ভয়ে ভয়ে চিকিৎসাসেবা নিচ্ছেন তারা।
উপজেলার থানাহাট ইউনিয়নের শান্তিনগর গ্রামের আসমা বেগম (৩৪) চিকিৎসা নিতে এসেছেন । তিনি বলেন, বাবা এখানে এসেছি ভালো হতে কিন্তু আমি যেখানে আছি আমার মাথার উপরের ছাদ খসে পড়েছে। এখানে থাকতেও ভয় লাগে। কখন জানি কি হয়।
অপরদিকে চিকিৎসা নিতে আসা একই ইউনিয়নের বহড়ের ভিটা এলাকার কহিনুর (৩৬) বলেন, মাথার উপরেই ছাদ খসে আছে । বার বার চোখ শুধু উপরের দিকেই যায়, কখন জানি ভেঙে পড়ে ।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম বলেন, ভবনের বেশ কয়েকটি জায়গা খসে পড়েছে। ভবনটি ঝুঁকিপূর্ণ । দ্রুত মেরামতের জন্য উর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।
রোগী ও স্বজনদের দাবী অতি তারা তারি ভবনটি মেরামত করা হউক।
মমিনুল ইসলাম বাবু
কুড়িগ্রাম।
এ জাতীয় আরো খবর