স্টাফ রিপোর্টার (ক্রাইম) বগুড়া :- গত ফেব্রুয়ারি মাসে বগুড়ার হাড্ডিপট্টিতে এক ফাইমার বিপরীতে যেন হাজারো ফাইমার জন্ম শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পরে গত ১০/০৩/২২ ইং সকাল ৮.০০ সময় শহরের হাড্ডিপট্টি এলাকা থেকে ইন্ডিয়াতে প্রস্তুতকৃত ৯০৫ পিস ট্যাপেন্টাডল সহ মোঃ বেহুলা (পিতা: মৃত-আব্দুল গনি, সাং- হাড্ডিপট্টি) নামের একজন মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করে বগুড়া ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০/০৩/২২ ইং সকাল ৮.০০ সময় শহরের হাড্ডিপট্টি এলাকায় ফাইমার গলিতে নিজ বাসার সামনে থেকে মোছা: বেহুলা নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির চৌকস অফিসার একটি দল।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, গত ফেব্রুয়ারি মাসের বগুড়ার হাড্ডিপট্টিতে ১ ফাইমার বিপরীতে যেন হাজারো ফাইমার জন্ম শিরোনামে একটি সংবাদ জাতীয় দৈনিক প্রাইভেট ডিটেকটিভ সহ বেশকিছু অনলাইন মিডিয়া ও বেশকিছু প্রত্রিকায় প্রকাশিত হয়। বগুড়া সদর ফাঁড়ির আওতাধীন হলেও শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির চৌকস অফিসারদের এই সফল মাদকবিরোধী অভিযান টি ছিল মনমুগ্ধকর। এখনো অনেকেই অতি গোপনে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। আমরা প্রত্যাশা করি এভাবে প্রশাসন যদি মাদক বিরোধী অভিযান চালিয়ে যায় তাহলে অচিরেই মাদক ব্যবসায়ীরা প্রশাসনের ভয়ে কোণঠাসা হয়ে যাবে।
ফুলবাড়ী ফাঁড়ির ইনচার্জ মো: সুজন বলেন, গত ১৩ তারিখে অনলাইনে ব্রাউজিং করার সময় বেশ কয়েকটি অনলাইন মিডিয়া ও জাতীয় পত্রিকায় বগুড়ার হাড্ডিপট্টিতে ১ ফাইমার বিপরীতে যেন হাজারো ফাইমার জন্ম শিরোনামের সংবাদটি চোখে পড়ে এবং আমি সিদ্ধান্ত গ্রহণ করে এলাকাটিকে মাদকমুক্ত করব ইনশাল্লাহ। অতঃপর আমি এ.এস.আই নজরুল ইসলাম কে দায়িত্ব দেই। সে তার নিরলস পরিশ্রম ও চৌকস বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে অভিযান পরিচালনা করে ৯০৫ পিস ট্যাপেন্টাডল সহ একাধিক মাদক মামলার আসামি মোঃ বেহুলাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামিকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন আমাদের এই মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।