October 9, 2024, 10:29 am

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

কুয়াকাটা সৈকতে আবারো ভেসে এলো দুটি মৃত ডলফিন

পটুয়াখালী প্রতিনিধিঃ

কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো ভেসে এসেছে ৭ ফুট ও ৩ ফুট দৈর্ঘ্যরে দুটি মৃত ডলফিন। এসময় একটি রাজ কাকড়াও ভেসে আসে। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে সৈকতের গঙ্গামতির ঝাউবাগান ও ধোলাই মার্কেট পয়েন্টে এ ডলফিন দুটি ভেসে আসতে দেখে স্থানীয়রা। এগুলো গভীর সাগরে জালে আটকে বা ট্রলারের সাথে ধাক্কা লেগে মারা যেতে পারে বলে এমন ধারনা জেলেদের। তবে

ডলফিন দু’টোকে মাটি চাপা দেয়া হয়েছে বলে জানা গেছে।স্থানীয়রা জানান, ডলফিন দু’টি পচন ধরেছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে রাজ কাকড়ার শরীরের কোথাও আঘাতের কোন চিহ্ন লক্ষ করা যায়নি।
ওয়ার্ল্ডফিস ইকোফিস-২ পটুয়াখালী সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, খবর পেয়ে শেখানে গিয়ে ছিলাম। ৭ ফুট ও ৩ ফুট দৈর্ঘ্যরে ডলফিন দুটি উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে আমাদের ব্লুগার্ড সদস্যার মাটিচাপা দিয়েছে। তবে মৃত্যুর কারণ হিসেবে তিনি জানান, নিষেধাজ্ঞাকালীন সময়ে ডলফিন সমুদ্রে অবাধে খেলা করতে। এখন তাদের বড় সমস্যা গভীর সমুদ্রে পাতা জেলেদের জাল। এ ডলফিন জালে জড়িয়ে মার যেতে পারে বলে তিনি ধারনা করেছেন। উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সৈকতে যে ডলফিন দুটি ভেসে এসেছে তা ইরাবতি প্রজাতির। আর কাকরার নাম রাজ কাকরা। মূলত প্রজনন মৌসুমে এসব কাকরা তীরবর্তী এলাকায় আসে। তবে ডলফিনের
মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেননি তিনি।
উলেখ্য এর আগেও কুয়াকাটা সৈকতে বেশ কয়েকটি মৃত ডলফিন ভেসে এসেছে।
Share Button

     এ জাতীয় আরো খবর