January 17, 2025, 4:02 pm

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন

যশোরে ‘জঙ্গি আস্তানা’য় অভিযান: তিন শিশুসহ মারজানের বোন খাদিজার আত্মসমর্পণ

যশোরে ‘জঙ্গি আস্তানা’য় অভিযান: তিন শিশুসহ মারজানের বোন খাদিজার আত্মসমর্পণ

ডিটেকটিভ নিউজ ডেস্ক


যশোরের ঘোপ নওয়াপাড়ায় প্রায় ১৫ ঘণ্টা পুলিশের ঘেরাওয়ের মধ্যে থাকার পর বাবা-মায়ের উপস্থিতিতে ‘আত্মসমর্পণ’ করেছেন নব্য জেএমবির জঙ্গি নুরুল ইসলাম মারজানের বোন খাদিজা। ওই বাড়ি থেকে দুটি বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হয়েছে বলে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খাঁন কামাল গতকাল সোমবার বিকাল সোয়া ৩টায় ঢাকায় নিজের দপ্তরে সাংবাদিকদের বলেন, এই মাত্র আমার কাছে খবর এসেছে, জঙ্গি মারজানের বোন খাদিজা তিন শিশুসহ আত্মসমর্পণ করেছে। তিন শিশুর বয়স যথাক্রমে সাড়ে ৪ বছর, তিন বছর ও দুই বছর। জঙ্গি অবস্থানের খবর পেয়ে গত রোববার গভীর রাতে পুলিশ ঘোপ নওয়াপাড়া রোড মসজিদের পেছনে চারতলা একটি ভবন ঘিরে ফেলে। ওই ভবনের দোতালার একটি ফ্ল্যাটে বছরখানেক ধরে ভাড়া থাকছিলেন খাদিজা ও তার স্বামী মশিউর রহমান। সকাল ১০টার দিকে সোয়াট সদস্যরা ওই বাড়ি ঘিরে অবস্থান নেন। তার আগেই ওই ভবনের পাঁচটি ফ্ল্যাট থেকে বাসিন্দাদের সরিয়ে নেয় পুলিশ। সকাল থেকে মাইকিং করে খাদিজাকে বেরিয়ে আসার আহ্বান জানানো হলেও তাতে তিনি সাড়া না দেওয়ায় পাবনা থেকে তার বাবা মো. নিজাম উদ্দিন ও মা সালমা খাতুনকে যশোরে নিয়ে আসা হয়। বিকাল পৌনে ৩টার দিকে তারা ওই বাসায় ঢোকার পরপরই আত্মসমর্পণ করেন তাদের মেয়ে খাদিজা। পরে যশোরের পুলিশ সুপার ঘটনাস্থলের কাছে অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, বেলা ৩টা ৫ মিনিটে খাদিজা তার তিন শিশু সন্তানকে নিয়ে বাসা থেকে বেরিয়ে এলে তাদের জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তবে খাদিজার স্বামী মশিউরকে সেখানে পায়নি পুলিশ।ওই বাসায় বোমা নিষ্ক্রিয়কারী দলের তল্লাশি শেষে বিকাল সাড়ে ৪টার দিকে পুলিশ সুপার দুটি বোমা পেয়ে তা নিষ্ক্রিয় করার খবর দেন সাংবাদিকদের। গত বছর জুলাই মাসে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২২ জনকে হত্যার ঘটনার পর তদন্তের মধ্যে মারজানের নাম আসে। পাবনার হেমায়েতপুরের আফুরিয়া গ্রামের হোসিয়ারি শ্রমিক নিজাম উদ্দিনের ছেলে মারজান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও লেখাপড়া শেষ করেননি। চলতি বছর ৬ জানুয়ারি ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় কাউন্টার টেরোরিজম পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারজান নিহত হন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। তার আগে, গতবছর ১০ সেপ্টেম্বর আজিমপুরের এক জঙ্গি আস্তানা থেকে তিন জঙ্গির স্ত্রীকে গ্রেফতার করা হয়; তাদের মধ্যে মারজানের স্ত্রী আফরিন ওরফে প্রিয়তিও ছিলেন।১৫ ঘণ্টার অভিযান মারজানের ভাগ্নিপতি মশিউর রহমান চার তলা ওই ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটটি ভাড়া নেন বছরখানেক আগে। সে সময় তিনি একটি ‘হারবাল কোম্পানিতে চাকরি করেন’ বলে বাড়ির মালিক হায়দার আলীকে জানিয়েছিলেন। যশোর জেলা স্কুলের সহকারী শিক্ষক হায়দার আলী সপরিবার স্কুলের স্টাফ কোয়ার্টারেই থাকেন। নিজের বাড়ির সব ফ্ল্যাট তিনি ভাড়া দিয়ে রেখেছেন। তিনি বলেন, গতকাল সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি এক আত্মীয়ের কাছে খবর পান, পুলিশ তার ঘোপ নওয়াপাড়ার বাড়ি ঘিরে রেখেছে। সকালে তিনি এলেও আর বাড়িতে ঢুকতে পারেননি। সন্দেহভাজন জঙ্গি আস্তানার খবর পেয়ে সাংবাদিকরা সকালে ওই এলাকায় গিয়ে দেখতে পান, বাড়ির প্রবেশের রাস্তায় পুলিশ অবস্থান নিয়ে আছে, কাউকে ওই বাড়ির দিকে যেতে দেওয়া হচ্ছে না। ঢাকা থেকে আসা সোয়াট, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এবং কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা সকাল ১০টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযানের প্রস্তুতি নেওয়া শুরু হয়। ওই বাড়ির কাছে এনে রাখা হয় একটি অ্যাম্বুলেন্স; ফায়ার সার্ভিসের একটি গাড়ি এনে রাখা হয় কাছের একটি মাঠে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভবনের অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দাদের পুলিশ সরিয়ে নেয়। সেই সঙ্গে খাদিজাকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে মাইকিং চলতে থাকে। যশোরে খাদিজার বাসা ঘিরে পুলিশের এই তৎপরতার মধ্যেই পাবনার হেমায়েতপুরের আফুরিয়া গ্রামে মারজানদের বাড়িতে যায় পুলিশ। পাবনা জেলা পুলিশের একটি দল মারজানদের বাবা নিজাম উদ্দিন ও মা সালমা খাতুনকে নিয়ে রওনা হয় যশোরের পথে। খাদিজা সকালে পুলিশের আহ্বানে সাড়া না দিলেও দুপুরের আগে আগে দোতালার ব্যালকনিতে দাঁড়িয়ে বাড়িওয়ালা হায়দার আলীর সঙ্গে কথা বলেন। হায়দার আলী সে সময় বলেন, তার মা-বাবা এসে পৌঁছালে তিনি সিদ্ধান্ত নেবেন আত্মসমর্পণ করবেন কিনা। বাড়িতে তার তিন ছেলেমেয়ে থাকলেও স্বামী মশিউর নেই বলে জানিয়েছেন। বিকাল পৌনে ৩টার দিকে পুলিশের একটি গাড়িতে করে খাদিজার বাবা-মা যশোরের ওই বাড়িতে পৌঁছান। কিছুক্ষণ পর আরেকটি গাড়ি সেখানে নেওয়া হয় এবং মিনিট পনের পর দ্বিতীয় গাড়িতে করে খাদিজা ও তার সন্তানদের নেওয়া হয় জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় সাংবাদিকদের বলেন, ওই বাসায় ‘আরেক জঙ্গির স্ত্রী’ থাকতে পারে বলে পুলিশের কাছে খবর ছিল। তবে কেবল খাদিজাই সন্তানদের নিয়ে আত্মসমর্পণ করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর