January 2, 2025, 9:35 pm

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী বোরহানউদ্দিনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত নতুন বছরে নতুন সূর্য অবলোকনে কুয়াকাটায় ভীড় করছে পর্যটকরা

ধেয়ে আসছে ফুটবল মাঠের সমান গ্রহাণু

ডিটেকটিভ ডেস্কঃঃ

আজ পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করবে ফুটবল মাঠের সমান একটি গ্রহাণু। ঘণ্টায় ৩৮ হাজার ৬শ ২৪ কিলোমিটার বেগে ছুটে আসছে এটি। ৩৯৪ ফুট ব্যাসের এই গ্রহাণুর নাম দেয়া হয়েছে টোয়েন্টি-টোয়েন্টি কিউএলটু। বিজ্ঞানীরা এতে কোনো বিপদ না দেখলেও নাসা বলছে, পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম ও বিশালত্বের কারণে বিপজ্জনক হয়ে উঠতে পারে এটি।

১৪ আগস্ট প্রথম দেখা মেলে গ্রহাণু টোয়েন্টি-টোয়েন্টি কিউএলটু-র। এটি ছুটে আসছে ঘণ্টায় ৩৮ হাজার ৬শ ২৪ কিলোমিটার বেগে। আজ সেটি পৃথিবীর ৬ দশমিক ৮ মিলিয়ন কিলোমিটার কাছে চলে আসবে। তবে এতে পৃথিবীর কোনো বিপদ দেখছেন না বিজ্ঞানীরা। বলছেন, নিরাপদ দূরত্ব রেখে মহাবিশ্বে হারিয়ে যাবে ফুটবল মাঠের সমান গ্রহাণুটি।

নাসা বলছে, পৃথিবীর এতো কাছ দিয়ে অতিক্রম ও বিশাল আকারের কারণে এটি বিপজ্জনক হয়ে উঠতে পারে। সম্প্রতি পৃথিবী অতিক্রম গ্রহাণুর মধ্যে টোয়েন্টি-টোয়েন্টি কিউএলটু আকার সবচেয়ে বেশি, এর ব্যাস ৩শ ৯৪ ফুট।

এর আগে ১৬ আগস্ট পৃথিবীর পাশ দিয়ে চলে গিয়েছিল টোয়েন্টি-টোয়েন্টি কিউজি। পৃথিবী থেকে দূরত্ব ছিলো ২ হাজার ৯৫০ কিলোমিটার। অতিক্রমের ৬ ঘণ্টা পর, গ্রহাণুটি দেখতে পায় ক্যালিফোর্নিয়ার দ্য পালোমার অবজারভেটরি।

২০১৩ সালের ফেব্রুয়ারিতে, ২০ মিটার প্রস্থের একটি গ্রহাণু ঢুকে পড়ে রাশিয়ার চেলিয়াবিনস্কের বায়ুমণ্ডলে। ভূপৃষ্টের ১৮ মাইল উপরে দেখা যায় তীব্র আলোকচ্ছটা। হিরোশিমায় ফেলা পারমানবিক বোমার চেয়ে এর ক্ষমতা ছিল ৩৩ গুণ বেশি। এতে আহত হয়েছিলেন দেড় হাজারের বেশি মানুষ।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর