October 8, 2024, 5:42 pm

সংবাদ শিরোনাম
প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা!

আরো ২ মৃত্যু: মসজিদে বিস্ফোরণে প্রাণ গেল ৩১ জনের

ডিটেকটিভ ডেস্কঃঃ

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে বিকালে আরো দুইজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১ জনে। এর আগে সকালে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সাত্তার নামে একজনের মৃত্যু হয়। বিকেলে মারা যান দুই জন।

এছাড়া, আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে ৫ জনকে। তবে তাদের কারো অবস্থাই উন্নতির দিকে নয় বলে জানিয়েছেন, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন।

নারায়ণগঞ্জে মসজিদে দগ্ধ আমজাদ হোসেনের বাবা আব্দুল আহাদ।। ৬ দিন চিকিৎসার পরও ছেলের অবস্থার কোনো উন্নতি না হওয়ায় ভেঙে পড়েন কান্নায়। আমজাদের মতো দগ্ধ বাকি সবার অবস্থাই সংকটাপন্ন। সবাই আইসিইউতে চিকিৎসাধীন। তবে কারো অবস্থার উন্নতি নেই বলে জানান চিকিৎসকরা।

চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন সবারই শ্বাসনালিসহ শরীরের ৭০ থেকে ৯০ শতাংশ পুড়ে গেছে।

শুক্রবার রাতে এশার নামাজের সময় তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ৩৭ জন মুসল্লি দগ্ধ হন। বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে প্রথমে নিয়ে আসা হয় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে। পরে দগ্ধদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় দ্রুত পাঠানো হয় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তাদের মধ্যে এখন পর্যন্ত একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ফায়ার সার্ভিস জানায়, মসজিদের ফ্লোরের নিচ দিয়ে একটি গ্যাসের লাইন গেছে। সেই লাইন থেকে গ্যাস লিক হয়ে বদ্ধ মসজিদের ভেতরে জমা হয়। এসি থাকায় পুরো মসজিদ বন্ধ ছিল। লিক হওয়া গ্যাস বের হতে পারেনি। তাছাড়া এসিতেও গ্যাস থাকে। সুইচ অন বা অফ করার সময় কোথাও বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়েছে। গ্যাস উপরের দিকে থাকায় এসিগুলো বিস্ফোরিত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দগ্ধদের খোঁজ খবর নিতে যান প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরচিালক ডাক্তার জুলফিকার আলী লেলিন। তিনি জানান, দগ্ধদের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী।

Share Button

     এ জাতীয় আরো খবর