October 8, 2024, 5:40 pm

সংবাদ শিরোনাম
প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা!

গ্যাস লাইনের উপর মসজিদ, ছিলো না অনুমোদন

ডিটেকটিভ ডেস্কঃঃ

নারায়ণগঞ্জে বিস্ফোরণ হওয়া মসজিদটি নির্মান করা হয় গ্যাসের লাইনের ওপর। এটি নির্মানের কোনো অনুমোদনও ছিল না বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার একাদশ সংসদের নবম অধিবেশনে সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, নিয়ম না মেনে মসজিদটি নির্মাণের কারণেই ঝুঁকি তৈরি হয়। অনাকাঙ্খিত এই দুর্ঘটনায় নিহত প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী।

করোনা প্রসঙ্গে তিনি বলেন, এ ভাইরাস মোকাবিলায় চিকিৎসকদের থাকা-খাওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে পানির মতো টাকা খরচ করেছে সরকার।

এক্ষেত্রে অনেকে দুর্নীতি খুঁজে বের করার চেষ্টা করেছে। কিন্তু মানুষকে রক্ষা করাই ছিল সরকারের মূল লক্ষ্য। সময় মতো নানামুখী ব্যবস্থা নেয়ার ফলেই দেশে করোনা এখন নিয়ন্ত্রণে বলে জানান প্রধানমন্ত্রী।

দেশের মানুষকে করোনা থেকে মুক্ত করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার দরকার তা নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, এজন্য পানির মতো টাকা খরচ হয়েছে।

উন্নত অনেক দেশ হিমশিম খেলেও বাংলাদেশ এখনো করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছে বলে জানান প্রধানমন্ত্রী। করোনা ভ্যাকসিন যেখানেই আবিষ্কার হোক দেশের মানুষের জন্য তা সংগ্রহ করার প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন এই বিষয়ে সরকার যথেষ্ট সচেতন।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, সম্প্রতি পুলিশসহ নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সমালোচনা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী।

বন্যা ও বন্যা পরবর্তী ব্যবস্থাপনাও যথাযথ হয়েছে বলে সংসদকে জানান সংসদ নেতা।

রেওয়াজ অনুযায়ী অধিবেশনের শেষ দিন বিরোধীদলীয় নেতার পর সংসদে সমাপনী বক্তব্য দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর