-
- কৃষি, সারাদেশে
- মধুপুরে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে মাসকলাই বীজ ও কৃষি উপকরণ বিতরণ
- আপডেট সময় September, 9, 2020, 10:10 pm
- 203 বার পড়া হয়েছে
মো: আ: হামিদ ,মধুপুর প্রতিনিধিঃঃ
টাঙ্গাইলের মধুপুরে ২০২০-২১ অর্থবছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই উৎপাদর বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার সরবরাহ সহায়তা প্রদানের জন্য কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় তালিকাভূক্ত কৃষকদের মাঝে বিনামুল্যে মাসকলাই বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।
বুধবার(৯ সেপ্টম্বর) দুপুরে উপজেলা কৃষিসম্রসারণ অধিদপ্তরের আয়োজনে মধুপুর উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা এর সভাপতিত্বে উক্ত বীজ ও কৃষি উপকরন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কৃষিসম্রসারণ অধিদপ্তর,খামার বাড়ী টাঙ্গাইলের অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ মো: দুলাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাছির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আব্দুর রাশেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান।এসময় উপজেলার বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ব্লক থেকে আগত কৃষক কৃষাণীগন উপস্হিত ছিলেন।
এ জাতীয় আরো খবর