সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে গত ১১ আগস্ট মঙ্গলবার রাতে সেবা না পেয়ে রাস্তায় গর্ভবতী মায়ের প্রসব সংক্রান্ত ঘটনার অনুসন্ধানে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছে পরিবার পরিকল্পনা অধিদফতর।গতকাল ১৩ আগষ্ট ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার পরিবার পরিকল্পনা অধিদফতর মহাপরিচালক এ বিষয়ে সংবাদ মাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।রংপুর বিভাগের পরিবার পরিকল্পনা পরিচালককে আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট ওই তদন্ত কমিটি গঠন করা হয়।কমিটির অন্য সদস্যরা হলেন উপপরিচালক, পরিবার পরিকল্পনা, গাইবান্ধা এবং সহকারী পরিচালক (সিসি) এবং জেলা কনসালটেন্ট (এফসিএস-কিউআইটি)।কমিটিকে আগামী ২ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রাইভেট ডিটেকটিভ/১৪ আগষ্ট ২০২০/ইকবাল