December 23, 2024, 8:20 pm

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

হবিগঞ্জের নবীগঞ্জে স্বাস্থ্যবিধি ও মাস্ক না থাকায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

বুলবুল আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

মহামারীর করোনার জন্য সারা দেশে চলছে যার যার মতে। কে শুনে কার কথা। প্রশাসন, গণমাধ্যম, স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন টিভির পর্দায় দেখানো হচ্ছে করোনার অবস্থা। কিন্তু কেউই মানতেছেননা এসব স্বাস্থ্যবিধির কথা। জীবনের তাগিদে হতে হচ্ছে বাহির। কারো ঘরে নেই, চাল, ডাল, তৈল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের শহর, হাট- বাজার রাস্তা- ঘাট নিয়মনীতি না মেনে ছোট বড় পরিবাগুলো চলছে। এর মধ্যে শতকরা ৮০ ভাগ মানুষের মধ্যে মাস্ক নেই। স্বাস্থবিধি না মেনে চলাফিরা করার কারণে  ও মাস্ক পরিধান না করায় নবীগঞ্জ শহরের বিভিন্ন স্থানের কয়েক ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।এদিকে শতাধীক শ্রমিকের দাবী বলেন, আমরা শুনেছি করোনাকালীন সময়ে সরকারে তরফ থেকে আমাদেরকে যে টাকা দিয়েছিলন সেসব টাকা পয়সা আমরা পাই নি! গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন স্বাস্থ্য বিধি মানায় এসব জরিমানা করেন।এসময় শেরপুর রোড বাসস্ট্যান্ড এলাকায় বাস ও সিএনজি চালকদের বলেন, কেউ অতিরিক্ত যাত্রী পরিবহনে তুলবেন না। এবং স্বাস্থ্য বিধি মেনে চলা সহ সরকার নির্দেশনা অনুযায়ী যথাযথ ভাবে ভাড়া আদায়ের জন্য সর্তকও করেন।এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন বলেন, মাস্ক পরিধান না করায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ১০হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে এ অভিযান অব্যাহত থাকবে।

প্রাইভেট ডিটেকটিভ/১২ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর